হারামিছেন

হারামিছেন হচ্ছে,গত রওসকু-আসির মূল্য পরিসীমার মধ্যে,অদ্য রওসকু-আসির স্বল্প পরিধির মূল্য উঠানামার মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা চলেছে এমন রওসকু-আসিকে বুঝায়।গত রওসকু-আসিকে গর্ভবতী মায়ের সাথে তুলনা করিলে,অদ্য রওসকু-আসিকে মায়ের গর্ভের মধ্যে শিশুকে বুঝানো হয় বিধায় হারামি ছেন বলে।এর মানে হচ্ছে বাজার দরে নতুন প্রবাহ কাছাকাছি,তাই বাজার প্রবাহ পরিবর্তনের পূর্বলক্ষণকে বুঝায়।

 
...............................................................................


বাজার পতন চলাকালীন অবস্থায় নিম্ন মূল্য অঞ্চলে ডাই-ইন-ছেন এর আবির্ভূত হলে তথাকথিত সেলিং ক্লাইম্যাক্স ঘটবে তারপর সবাই একযোগে দেউলিয়া হয়ে শেয়ার বিক্রি করবে 
এটাই স্বাভাবিক।তারপর ঐ অবস্থায় ডাই-ইনছেন এর গর্ভে ইয়ছেন অবস্থান করা অবস্থায় একটি যুগ্ম রওসকু-আসির আবির্ভূত হলে তাহাকে ইন-নো ইয় হারামি বলে।অতিরিক্ত 
বিক্রি হওয়ার ফলে,ক্রয়-বল বিক্রয় বলের তুলনায় কিছুটা বেশী হয়েছে,এমন অবস্থা।ইন-নো-ইয়-হারামি ইয়োরিহিকি-দজিছেন এর মতো একই লক্ষণ প্রকাশ করে।ইয়োরিহিকি-
দজিছেন আবার ইয়-ছেন এর জিত্তাই খাটো হলে,এর অর্থ এই যে ঐ স্থানে শক্তি ঘনীভূত হয়েছে এমনটি বুঝায়।এমতঅবস্থায় কোনো একটা অজুহাত পেলেই ঊর্ধ্বমুখী ট্রেন্ডের রূপান্তর ঘটবে। 

   



........................................................................................................



ইয়-নো ইন হারামি হচ্ছে,ইন-নো ইয় হারামির উল্টোটি।বাজার উত্থান অবস্থায় উচ্চমূল্য অঞ্চলে ডাই-ইয়-ছেন আবির্ভূত হলে তারপর ঐ অবস্থায় ডাই-ইয়ছেন এর গর্ভে ইনছেন অবস্থান করা অবস্থায় একটি যুগ্ম রওসকু-আসির আবির্ভূত হলে তাহাকে ইয়-নো ইন হারামি বলে।এই যুগ্ম রওসকু-আসি পতনশীল লক্ষণ প্রকাশ করে।ট্রেন্ডের উচ্চমূল্য অঞ্চলে অতিরিক্ত ক্রয় হওয়ার ফলে পরবর্তীতে(পরের দিন বা পরের সপ্তাহে) ইন-ছেন আবির্ভূত হলে মুনাফা অর্জন শুরু হয়।  







......................................................................................................



ইন-নো ইন হারামি
 হচ্ছে,দাই ইন-ছেন এর পরপর 
ইন-ছেন আবির্ভূত হলে ঐ অবস্থায় ডাই-ইনছেন এর গর্ভে ইনছেন অবস্থান করা অবস্থায় একটি যুগ্ম রওসকু-আসির আবির্ভূত হলে তাহাকে ইন-নো ইন হারামি বলে।বাজার পতন চলাকালীন অবস্থায় নিম্ন মূল্য অঞ্চলে ডাই-ইন-ছেন এবং ইন-নো ইন হারামি ক্রমাগত আবির্ভূত হলে পরবর্তী রওসকু-আসি গুলির দিকে মনোযোগ দিতে হয়।এর মানে হচ্ছে,বাজার দর নিম্ন মূল্য অঞ্চলে অবস্থান করছে এবং বাজার দরে নতুন প্রবাহ কাছাকাছি বিধায় ঊর্ধ্বমুখী পরিবর্তনের পূর্বলক্ষণ। 








......................................................................................................


ঊর্ধ্বমুখী ট্রেন্ডের উচ্চ মূল্য অঞ্চলে দাই-ইয়-ছেন এর গর্ভে সো-ইয়-ছেন অবস্থান করা অবস্থায় একটি যুগ্ম রওসকু-আসির আবির্ভূত হলে তাহাকে ইয়-নো ইয় হারামি বলে।দাই-ইয়-ছেন সাধারণত মূল্য বেড়ে উঠার প্রত্যাশা বাড়ায় বিধায় ঊর্ধ্বমুখী ট্রেন্ড চলাকালীন অবস্থায় ইয়-ছেন আবির্ভূত হবে এটাই স্বাভাবিক,কিন্তু তারপর ইয়-ছেন এর আবির্ভাব হওয়া সত্ত্বেও অদ্য সো-ইয়-ছেন গত দাই-ইয়-ছেন এর মূল্য পরিসীমা অতিক্রম করতে না পারাতে ধারণার বাইরে বিক্রয় বল বিরাজ করছে এটা ভেবে নিতে পারি।যারা নুতন করে ক্রয় করবেন তারাই বর্তমানে ঊর্ধ্বমুখী ট্রেন্ডের উচ্চ মূল্য অঞ্চলে অবস্থান করছে,এমতঅবস্থায় কোনো একটা অজুহাত পেলেই নিন্মমুখী ট্রেন্ডের রূপান্তর ঘটবে।
ইয়-নো ইয় হারামি সত্যি সত্যিই নিন্মমুখী বাজারের লক্ষণ কি না তাহা নির্ভর করে পরবর্তীতে আবির্ভূত রওসকু-আসির আকৃতির উপর।ইয়-নো ইয় হারামি পরে ইনছেন এর খাবুছেছেন আবার জুজি-ছেন বেশিরভাগ ক্ষেত্রে আবির্ভূত হয়ে থাকে।যদি এই ধরণের রওসকু-আসির আবির্ভাব ঘটে তবেই ট্রেন্ডের রূপান্তর হয়েছে বলা যেতে পারে। 





.............................................................................

No comments :

Post a Comment