ট্রেন্ড লাইন(トレンドライン)
ট্রেন্ড লাইন(トレンドライン) হচ্ছে চার্টের একটি চূড়ার(সর্বোচ্চ মূল্য) সাথে আরেকটি চূড়া (সর্বোচ্চ মূল্য)একটি উপত্যকার (সর্বনিম্ন মূল্য) সাথে আরেকটি(সর্বনিম্ন মূল্য)উপত্যকা সংযুক্ত করে লাইন গঠন করাকে বলে।সর্বনিম্ন মূল্য দিয়ে সংযুক্ত করা ট্রেন্ড লাইনকে (トレンドライン)উর্ধমুখী ট্রেন্ড লাইন(上昇トレンドライン/জ-সটরেন্ড)বলা হয় ।
চ্যানেল লাইন(チャネルライン)
চ্যানেল লাইন(チャネルライン) হচ্ছে ট্রেন্ড লাইননের(トレンドライン) বাইরে সমান্তরাল আরেকটি লাইন আঁকা।চার্টে যখন চ্যানেল লাইন দেখতে পাই সমান্তরাল ভাবে দুইটি লাইনে হিসাবে দেখি,সঠিকভাবে বলতে গেলে ট্রেন্ড লাইনের বিপরীত পার্শ্বে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকাকে বুঝানো হয় ।
কিভাবে ট্রেন্ড লাইন আকঁবো
নতুনরা নিজের চেষ্টায় ট্রেন্ড লাইন আঁকতে চাইলে প্রথম দিকে বিভ্রান্ত বা অবোধ্য হওয়াটাই স্বাভাবিক ।তাই ট্রেন্ড লাইন কিভাবে আঁকতে হয় সেই কৌশল সম্পর্কে কিছু জানবো।নিচে ট্রেন্ড লাইন আকাঁর ৬টি কৌশলের বর্ণনা দেওয়া হলো।
(১)ঊর্ধ্বমুখী বাজারের বেলায় রওসকু-আসির সর্বনিম্ন মূল্যগুলি একে অপরের সাথে সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকব।
(২)নিম্নমুখী বাজারের বেলায় রওসকু-আসির সর্বোচ্চ মূল্যগুলি একে অপরের সাথে সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকব।
(৩)ট্রেন্ড লাইন যতটা আঁকা সম্ভব এঁকে নেবো।
(৪)দীর্ঘ লাইনগুলো রেখে খাটো লাইনগুলো বাদ দেবো।
(৫)চার্ট প্রক্রিয়া বাস্তবায়নের এর উদ্দেশ্যে আঁকব।
(৬)ট্রেন্ড লাইন আঁকার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এমনটি মনে হলে রওসকু-আসির জিত্তাই অনুযায়ী আঁকাব।
কঠিন চিন্তা না করে, উপরের নিয়ম মেনে লাইন আঁকিলে অবশ্যই কার্যকরী ট্রেন্ড লাইন আঁকা সম্ভব । উপরন্তু, চার্ট বিশ্লেষণের দক্ষতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে ।প্রতিটি নিয়ম বিস্তারিত ব্যাখ্যা করব, তাই মনোযোগ দেয়ার চেষ্টা করুন।
(১)ঊর্ধ্বমুখী বাজারের বেলায় রওসকু-আসির সর্বনিম্ন মূল্যগুলি একে অপরের সাথে সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকব।
ঊর্ধ্বমুখী বাজারের ক্ষেত্রে রওসকু-আসির লক্ষণীয় সর্বনিম্ন মূল্য দুই বা ততোধিক খুঁজে পেলে সেই সর্বনিম্ন মূল্যগুলি সংযুক্ত করে লাইন আঁকতে হবে ।নীচের চিত্র দেখুন।
(২)নিম্নমুখী বাজারের বেলায় রওসকু-আসির সর্বোচ্চ মূল্যগুলি একে অপরের সাথে সংযুক্ত করে ট্রেন্ড লাইন আঁকব।
অন্য দিকে,নিম্নমুখী বাজারের ক্ষেত্রে দুই বা ততোধিক সর্বোচ্চ মূল্য সংযুক্ত করে নিম্নমুখী ট্রেন্ড লাইন আঁকা যায়।
"সাপোর্ট লাইন এবং রেসিস্টেন্স লাইন শুধুমাত্র একটি পয়েন্ট দিয়েও আঁকা সম্ভব তবে ট্রেন্ড লাইনের বেলায় কমপক্ষে দুটি সর্বোচ্চ মূল্য অথবা সর্বনিম্ন মূল্য দিয়ে আঁকতে হয়।"
(৩)ট্রেন্ড লাইন যতটা আঁকা সম্ভব এঁকে নেবো।
নতুনরা চার্টে ট্রেন্ড লাইন আঁকার ক্ষেত্রে প্রথমে দ্বিধাদ্বন্দে পড়বেন এটাই স্বাভাবিক তাই শুরুতেই সঠিক ট্রেন্ড লাইন আঁকা অসম্ভব।যাই হোক অনুশীলনের জন্য চার্টে যথাসম্ভব ট্রেন্ডলাইন আঁকার চেষ্টা করুণ ।
নীচের চিত্র দেখুন অনেক ট্রেন্ডলাইন আঁকার চেষ্টা করা হয়েছে সাদা লাইনগুলি উর্ধমুখী ট্রেন্ড লাইন লাল লাইনগুলি নিম্নমুখী ট্রেন্ড।ট্রেন্ডলাইন এই ভাবে, প্রথমত যথেচ্ছ অনেক আঁকার পর ধীরে ধীরে মুছে ফেলুন ।
(৪)দীর্ঘ লাইনগুলো রেখে খাটো লাইনগুলো বাদ দেবো।
কোন লাইনগুলো রাখবো আর কোন লাইন লাইনগুলো বাদ দেব সমস্যায় পড়লে সেই ক্ষেত্রে দীর্ঘ ট্রেন্ডলাইনগুলো রেখে খাটো ট্রেন্ডলাইনগুলো মুছে ফেলবো ।উপরোক্ত চিত্রের মধ্যে,সব মুছে ফেলার পর শেষ পর্যন্ত বাকি আছে দুটি হলুদ লাইন, যাহা উর্ধমুখী ট্রেন্ডলাইন এবং নিম্নমুখী ট্রেন্ডলাইন।দীর্ঘ লাইন দুটি অবশিষ্ট রাখার কারণ হল এটি আরো দৃঢ়ভাবে কাজ করবে বিধায় আপনা-আপনি দীর্ঘ সময়কাল ট্রেন্ডলাইনটি অব্যাহত থাকলে অন্যান্য বিনিয়োগকারীরা চার্টের ট্রেন্ডলাইনের দিকে মনোযোগ দেবে।"৪৫°ডিগ্রীর ঢালযুক্ত ট্রেন্ড লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী।"
এভাবেই ট্রেন্ড লাইন রূপান্তরিত হয়ে এঙ্গেল খাড়া হওয়ার কারণে সামগ্রিকভাবে বাজারের ক্রমবর্ধমান উর্ধমুখী চাপ আরো শক্তিশালী হচ্ছে।তাই প্রথমত,ট্রেন্ড লাইন আঁকার পর খাটো ট্রেন্ডলাইনগুলো মুছে ফেলে দীর্ঘ ট্রেন্ডলাইনগুলো অবশিষ্ট রেখে যখন ইমেজ করবো তখনই এই ভাবে বাজার সম্পর্কে আরো নুতন কিছু আবিষ্কার করতে পারবো ।
ট্রেন্ডলাইন যখন আঁকবো তখন সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য খুঁজে বের করার জন্য চার্টের বাম দিক থেকে খোঁজা শুরু করবো।সেই সময়, অতীত থেকে বর্তমান পর্যন্ত বাজারের অবস্থা দেখে চার্ট প্রক্রিয়া বাস্তবায়নের এর উদ্দেশ্যে ট্রেন্ডলাইন আঁকলে এটি একটি বাস্তব প্রশিক্ষণ হবে বলে মনে হয় ।
(৬)ট্রেন্ড লাইন আঁকার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এমনটি মনে হলে রওসকু-আসির জিত্তাই অনুযায়ী আঁকাব।
প্রথমে ট্রেন্ডলাইন অঙ্কন করার সময়, রওসকু-আসির হিগের সাথে সংযুক্ত করবো না জিত্তাইয়ের সাথে সংযুক্ত করবো এনিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়াটাই স্বাভাবিক,দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন এমনটি মনে হলে ট্রেন্ডলাইন অঙ্কন করার সময় রওসকু-আসির জিত্তাইয়ের সাথে সংযুক্ত করে আঁকলেও চলবে ।
সুতরাং, নীচের চিত্রে দেখুন।
No comments :
Post a Comment