রওসুকু আসি / ক্যান্ডল স্টিক

রওসকু-আসি কি? 

  উদ্বোধনী মূল্য,সমাপনী মূল্য,সর্বোচ্চমূল্য ও সর্বনিম্ন মূল্য এই চারটি মূল্যের মান ব্যবহার করে শেয়ার বাজারের দর উত্থান-পতন একটি রওসকু এর মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করাকে রওসকু-আসি বলে ।                                                                                                                                                                                                                                    ローソク(রওসকু)=মোমবাতি
                                                                                                                  উদ্ভোধনী মূল্য=ইয়রিস্কি(寄り付き)
                                                                                                                   সমাপনী মূল্য=অবিকে(大引け)

রওসকু-আসি দুই  ভাগে বিভক্ত



(১)ইয়-ছেন=বাজার দর বৃদ্ধি
(২)ইন-ছেন=বাজার দর হ্রাস
উদ্বোধনী মূল্যের তুলনায় সমাপনী মূল্য মান যদি বৃদ্ধি পায় তবে খুঁটির(জিত্তাই ) রঙ সাদা, এই অবস্থাকে  "ইয়-ছেন"(陽線) হয় বলা হয়।
উদ্বোধনী মূল্যের তুলনায় সমাপনী মূল্য মান যদি হ্রাস পায় তবে খুঁটির (জিত্তাই )রঙ কালো হয় ,এই অবস্থাকে "ইন-ছেন"(陰線) বলা হয়।

হিগে =দাঁড়ি কাকে বলে 
সাদা বা কালো চতুষ্কোণ(খুঁটি) এর উপরের এবং নীচের  বর্ধিত অংশকে  দাঁড়ি বলে।উপরের  অংশের   
বর্ধিত দাঁড়িকে  ঐ দিনের শেয়ার বাজারের সর্বোচ্চ মূল্যকে বুজানো  হয়  এবং নীচের অংশের বর্ধিত দাঁড়িকে ঐ দিনের শেয়ার বাজারের সর্বনিম্ন মূল্যকে বুজানো  হয়।

ডাই-ইয়-ছেন (大陽線)

ডাই-ইয়-ছেন =খুব শক্তিশালী ক্রয় সিগন্যাল
এই ক্ষেত্রে ইয়-ছেন পূর্ণাঙ্গ (হৃষ্টপুষ্ট), 
এইরকম  ইয়-ছেন যদি শেয়ার চার্টে  দেখাযায় 
তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধি আশা করতে পারেন।

ডাই-ইন -ছেন(大陰線 )

大陰線(Dai insen)(ডাই-ইন -ছেন )
​ডাই-ইন-ছেন=খুব শক্তিশালী বিক্রয়  সিগন্যাল
এই ক্ষেত্রে ইন-ছেন  পূর্ণাঙ্গ (হৃষ্টপুষ্ট), 
এইরকম ইন-ছেন যদি শেয়ার চার্টে  দেখাযায় 
তাহলে শেয়ারের মূল্য পড়ার সম্ভবনা প্রবল।

ইয়-ন-মারুবজু(陽の丸坊主)

陽の丸坊主ইয়-ন-মারুবজু(Yō no marubōzu)(উপরের এবং নিচে মাথা ন্যাড়া)
ইয়-ন-মারুবজু =অতীব শক্তিশালী ক্রয় সিগন্যাল
উদ্বোধনী মূল্য থেকে সমাপনী মূল্য পর্যন্ত উদীয়মান মূল্য বৃদ্ধি অবস্থাকে বুঝানো হয়।
এই ক্ষেত্রে ডাই-ইয়-ছেন এর  উপরে এবং নিচে  কোনো দাঁড়ির অস্তিত্ব না থাকায় সর্বনিম্নমূল্য=উদ্বোধনী এবং সর্বোচ্চ মূল্য=সমাপনী মূল্য
এইরকম  ইয়-ছেন যদি শেয়ার চার্টে  দেখাযায় তাহলে শেয়ারের মূল্য বৃদ্ধি আশা করতে পারেন।

​​ইন-ন-মারুবজু(陰の丸坊主)

ইন-ন-মারুবজু(In'nomarubōzu)(উপরের এবং নিচে মাথা ন্যাড়া)
​ইন-ন-মারুবজু =অতীব শক্তিশালী বিক্রয় সিগন্যাল
উদ্বোধনী মূল্য থেকে সমাপনী মূল্য পর্যন্ত নিম্নমুখী দরপতন অবস্থাকে বুঝানোহয়।
এই ক্ষেত্রে ডাই-ইন-ছেন এর উপরে এবং নিচে  কোনো দাঁড়ির অস্তিত্ব না থাকায় সর্বোচ্চ মূল্য=উদ্বোধনী এবং মূল্যসর্বনিম্ন মূল্য=সমাপনী মূল্য হয় ।
এইরকম ইন-ছেন যদি শেয়ার চার্টে  দেখাযায় তাহলে শেয়ারের মূল্য পতনের সম্ভবনা প্রবল।

​​সো-ইয়-ছেন

=(Shōyōsen)(সো-ইয়-ছেন) (সনাক্ত করা দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে )আকৃতি ছোট হওয়াতে  মূল্য উঠানামা পরিধিও ছোট,তাই ক্রয় এবং বিক্রয় ভারসাম্য অভিন্ন, এইক্ষেত্রে  শেয়ার বাজার মন্দা বা চাঙ্গা সনাক্ত করা দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে ।

সো-ইন -ছেন

=(Shōinsen)(সো-ইন -ছেন) (সনাক্ত করা দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে )আকৃতি ছোট হওয়াতে  মূল্য উঠানামা পরিধিও ছোট,তাই ক্রয় এবং বিক্রয় ভারসাম্য অভিন্ন, এইক্ষেত্রে  শেয়ার বাজার মন্দা বা চাঙ্গা সনাক্ত করা দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে ।

উয়ে-খাগে ইয়-ছেন

上影陽線= (Uekageyōsen)(উয়ে-খাগে  ইয়-ছেন) (উপরের অংশে ছায়া পড়েছে)উপরের দাঁড়ি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ইয়-ছেন ,যদিও একবার বাজার উত্থান হয়েছিল অবশেষে পতন হয়েছে।ইয়-ছেন হওয়া সত্ত্বেও বাজার পতন হওয়ার  সম্ভাবনা রয়েছে ।

উয়ে-খাগে ইন-ছেন

上影陰線=(Uekageinsen)(উয়ে-খাগে  ইন -ছেন)(উপরের অংশে ছায়া পড়েছে)উপরের দাঁড়ি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ইন -ছেন,যদিও একবার বাজার উত্থান হয়েছিল অবশেষে পতন হয়েছে।উয়ে-খাগে  ইয়-ছেন মত একই ভাবে বাজার পতন হওয়ার  সম্ভাবনা রয়েছে।উয়ে-খাগে  ইন -ছেন =বিক্রয় সিগন্যাল



স্থা-খাগে ইয়-ছেন

下影陽線= (Shitakageyōsen)(স্থা -খাগে  ইয়-ছেন) (নীচের অংশে ছায়া পড়েছে)স্থা -খাগে  ইয়-ছেন = ক্রয় সিগন্যালনীচের  দাঁড়ি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ইয়-ছেন,যদিও একবার বাজার পতন হয়েছিল অবশেষে উত্থান হয়েছে।এইরকম  স্থা-খাগে  ইয়-ছেন যদি শেয়ার চার্টে  দেখা যায় তাহলে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ।

স্থা-খাগে ইন-ছেন

影陰線= (Shitakageinsen )(স্থা-খাগে  ইন -ছেন) (নীচের অংশে ছায়া পড়েছে)নীচের  দাঁড়ি লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন ইন -ছেন ,স্থা -খাগে  ইন-ছেন = ক্রয় সিগন্যাল যদিও একবার বাজার পতন হয়েছিল অবশেষে উত্থান হয়েছে ।
এইরকম  স্থা-খাগে  ইন -ছেন যদি শেয়ার চার্টে  দেখাযায় তাহলে বাজার ঊর্ধ্বমুখী প্রবণতার  সম্ভাবনা রয়েছে ।


তম্ভ(トンボ)


トンボ=(Tonbo)(তম্ভ)(ফড়িং) তম্ভ= ক্রয় সিগন্যাল উদ্বোধন মূল্য থেকে দর পতন হলেও অবশেষে উদ্বোধন মূল্যেই বাজার দর ফিরে আসে  এইরকম  অবস্থাকে  তম্ভ(ফড়িং) বলে ।এইরকম শেয়ার চার্ট স্থা -খাগে ইয়-ছেন  এবং স্থা-খাগে ইন -ছেন এর মতো একই ভাবে শেয়ার বাজারের  ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ।

তৌবা(トウバ)


トウバ=(Touba)(তৌবা)(বৌদ্ধস্তূপ)
তৌবা=বিক্রয়  সিগন্যাল
উদ্বোধন মূল্য থেকে যদিও একবার বাজার দর উত্থান হয়েছিল অবশেষে 
উদ্বোধন মূল্যেই বাজার দর ফিরে আসে  এইরকম  অবস্থাকে তৌবা বলে।
উয়ে-খাগে ইয়-ছেন এবং উয়ে-খাগে ইন -ছেন এর মত একই ভাবে
বাজার পতন দর হওয়ার  সম্ভাবনা রয়েছে ।
এটা ক্রয় সিগন্যাল নয়, সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

জুজি ছেন



জুজিছেন : উপরে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটির নাম হলো জুজিছেন ।আমরা জানি জুজিছেন মানে পক্ষপাত শূন্য ।এই ক্ষেত্রে  সর্বোচ্চ মূল্য থেকে সর্বনিম্ন মূল্যের দিকে সর্বনিম্ন মূল্য থেকে সর্বোচ্চ মূল্যের দিকে ওঠানামা করার সময় মাঝখানে  এক জায়গায় এসে থেমে যায় এবং পরবর্তীতে আবারো ওটানামা করে এই অবস্থাকে জুজিছেন বলে ।অতএব রওসকু আসির একটি সমান্তরাল রেখা মানেই উদ্বোধন মূল্য যা সমাপনী মূল্য ও তা ।অর্থাৎ এখানে উদ্বোধন মূল্য =সমাপনী মূল্য ।
Inline images 1

                                  কোমা


উদ্বোধনী মূল্য এবং সমাপনী মূল্য এর  দর  উঠানামার পরিধি ছোট হওয়াতে  ইয়ছেন এবং  ইনছেন এর আকৃতিও ছোট,এই  রকম রওসকু-আসির  জিত্তা ছোট হয় এবং  উপরের ও নিচের দাঁড়ির(হিগে) লম্বা হওয়াতে  লাটিম  মতো  দেখায় বলে এই রওসকু-আসির ইয়ছেন এবং  ইনছেন উভয়কেই  কোমা বলা হয় ।


ইয়-ন-অভিকে-বজু*ইয়-ন-ইয়রিস্কি -বজু


大引けŌbike「অবিকে」শেষ
寄り付きyoritsuki「ইয়রিস্কি」শুরু 「陽の大引け坊主」Yō no ōbike bōzu' ইয়--অভিকে-বজু「陽の寄り付き坊主」`Yō no yoritsuki bōzu'ইয়--ইয়রিস্কি -বজু
ইয়--অবিকে-বজু িচের  স্থাের   খাটোদাঁড়ির  অস্তিত্ত্বকে বুজায় ইয়--ইয়রিস্কি -বজু উপরের  স্থাের খাটোদাঁড়ির  অস্তিত্ত্বকে বুজায় 






মাদ কাকে বলে

ঊর্ধ্বমুখী বাজরের ক্ষেত্রে মাদ=  ইয়ছেন এর সমাপনী মূল্যের পর একটি রওসকু-আসি পরিমান  জায়গা শূন্য ৱেখে ক্রমাগত তিনটি ইয়ছেন রওসকু-আসির আবির্ভাব হওয়াকে  মাদ আকেতে উথান,আর এই শূন্য স্থান  প্রতিটিকে মাদ বলে ।
নিম্নমুখী বাজরের ক্ষেত্রে মাদ=  ইনছেন এর সমাপনী মূল্যের পর একটি রওসকু-আসি পরিমান  জায়গা শূন্য ৱেখে ক্রমাগত তিনটি ইনছেন রওসকু-আসির আবির্ভাব হওয়াকে মাদ আকেতে পতন ,আর এই শূন্য স্থান  প্রতিটিকে মাদ বলে ।


ff



শেয়ার বাজার সময় চার্ট 

বাজার সময়কাল  অনুযায়ী শেয়ারচার্টকে বেশ কয়েক  ভাগে ভাগ করা যায়  


দিবাভাগ সময়কাল
এক  দিনকে মিনিট ঘন্টায়  ভাগ করে  চার্ট গঠন করা,যেমন 
১মিনিটসময়কাল (1分足チャート)
৫মিনিটসময়কাল(5分足チャート)
১৫মিনিটসময়কাল(15分足チャート)
১ঘন্টাটসময়কাল(1時間足チャート)
দৈনিক সময়কালএক  দিনের জন্য  চার্ট গঠন করা,স্বল্প কালীন শেয়ার বাজার প্রবাহ বোঝার জন্য সুবিধাজনক।
সাপ্তাহিক সময়কালএক সপ্তাহের জন্য  চার্ট গঠন করা,মাঝারি মেয়াদ শেয়ার বাজার প্রবাহ বোঝার জন্য সুবিধাজনক।
মাসিক সময়কালএক মাসের জন্য চার্ট গঠন করা,দীর্ঘমেয়াদী(বাৎসরিক) শেয়ার বাজার প্রবাহ বোঝার জন্য সুবিধাজনক।

দিবাভাগ শেয়ার বাজার চার্ট:
ধরে নেই  সকাল ১০:৩০ঘটিকা থেকে সকাল১১:৩০ঘটিকা ১ঘন্টা সময় কাল 
সকাল ১০:৩০ঘটিকার মূল্য ১১:৩০ঘটিকার মূল্য,সকাল ১০:৩০ঘটিকা থেকে সকাল১১:২৯ঘটিকা পর্যন্ত শেয়ার বাজারের  সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য, এক ঘন্টার  এই  চারটি মূল্য বৃদ্ধির উত্থান পতন পক্রিয়াকে ব্যবহার করে  ঘন্টা চার্ট গঠন করা হয় ।

দৈনিক শেয়ার বাজার চার্ট:
সকাল ৯ঘটিকায় উদ্বোধনী মূল্য দুপুর ৩ঘটিকায় সমাপনী মূল্য ,সকাল ৯ঘটিকা থেকে ৩ঘটিকা পর্যন্ত শেয়ার বাজারের  সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য, একদিনের এই  চারটি মূল্য বৃদ্ধির উত্থান পতন পক্রিয়াকে ব্যবহার করে  দৈনিক চার্ট গঠন করা হয় ।

সাপ্তাহিক শেয়ার বাজার চার্ট:
সোমবারের উদ্বোধনী মূল্য  শুক্রবারের সমাপনী মূল্য ,সোমবার থেকে শুক্রবার পর্যন্ত শেয়ার বাজারের  সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য,
এক সপ্তাহের এই  চারটি মূল্য বৃদ্ধির উত্থান পতন পক্রিয়াকে ব্যবহার করে  সাপ্তাহিক চার্ট গঠন করা হয় ।

মাসিক শেয়ার বাজার চার্ট:
উদাহরণস্বরূপ বলা যায়
১লা অগাস্টের উদ্বোধনী মূল্য ৩১শে অগাস্টের সমাপনী মূল্য,১লা অগাস্ট থেকে ৩১শে অগাস্ট পর্যন্ত শেয়ার বাজারের  সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্য,
এক মাসের  এই  চারটি মূল্য বৃদ্ধির উত্থান পতন পক্রিয়াকে ব্যবহার করে মাসিক  চার্ট গঠন করা হয় ।

No comments :

Post a Comment