বোরিঞ্জা বা-ন্ড(Bollinger Bands)

বোরিঞ্জা বা-ন্ড(ボリンジャーバンド) (Bollinger Bands)গ্যাইয়াকুবারি মুনাফা অর্জন পদ্ধতি

http://mituwasou.com/indicator/trend_indicator/bollinger_bands.html
বোরিঞ্জা বা-ন্ড (ボリンジャーバンド)(Bollinger Bands) হচ্ছে ১৯৮০সালের প্রথমার্ধে জন বোলিঞ্জারের(John Bollinger) প্রকাশিত টেকনিক্যাল এনালাইসিস ।
এখানে টেকনিক্যাল এনালাইসিস অর্থ কি বুঝায় জানা দরকার,টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে পূর্বের শেয়ার বাজারের মূল্য থেকে ভবিষ্যতের শেয়ার বাজারের মূল্য প্রবাহের পূর্বাভাসের জন্য একটি পদ্ধতি,শেয়ার গুলি  অতিরিক্ত বিক্রয়  বা ক্রয় হয়েছে  কিনা তা বিচারক প্রযুক্তিগত।


 এই চার্টের ভিতরে রওসকু-আসি ছাড়া আলাদাভাবে যে ৭টি লাইন আঁকা হয়েছে,এই লাইন গুলিকে একসঙ্গে বোরিঞ্জা বা-ন্ড বলা হয় ।
সাতটি লাইনের মাঝখানে অবস্থান করছে  ইডো হেইকিনছেন,তার পাশে উপরে নিচে লাইন গুলি হল ± 1 σ (সিগমা), পরেরটি ± 2 σ (সিগমা)এবং বাইরের দিকে হলো  ± 3 σ(সিগমা)।


 বোরিঞ্জা বা-ন্ডসম্ভাব্যতা
±1σ68.27%
±2σ95.45%
±3σ99.73%
উপরের টেবিল উল্লিখিত  +2σএবং -2σবোরিঞ্জা বা-ন্ডএর ভিতরে ৯৫% সম্ভাবনা নিয়ে শেয়ার মূল্য অবস্থান্তর করছে ভেবে নেই , শেয়ার মূল্য +2σ লাইন  অতিক্রম করিলে ক্রয়ের পরিমান অতিরিক্ত  হয়েছে   বিপরীতে -2σলাইন  অতিক্রম করিলে শেয়ার মূল্য বিক্রয়ের পরিমান অতিরিক্ত  হয়েছে, ফলে এর পরে যথাযথ মূল্যে  দর  ফিরে যেতে পারে  প্রত্যাশা করা যেতে  পারে ।

শেয়ার বাজার উঠানামার উপর ভিত্তি করে বোরিঞ্জা বা-ন্ডএ  (ボリンジャーバンド)(Bollinger Bands)  তিনটি মৌলিক উত্থান-পতনের বৈশিষ্ট লক্ষ্য করা যায়।
সুকু-ইজু (スクイーズ)(Squeeze):প্রস্থ সংকীর্ণ এলাকা [পরিস্থিতি পর্যবেক্ষণ করা]।
একিসুপানশন (エクスパンション)(Ekisupanshon):উপরে  নিচের সম্প্রসারিত প্রশস্ত এলাকা  [একিসুপানশনের আবির্ভাবে কি পরিমান উপরে নিচে প্রশস্ত হয়েছে সেই প্রশস্তা ক্রয় সিগন্যাল নিশ্চিত করে।]
বান্দও~অকু (バンドウォーク)(Band Walk)=

 সুকু-ইজু (スクイーズ)(Squeeze)


একিসুপানশন (エクスパンション)(Ekisupanshon)
বান্দও~অকু (バンドウォーク)(Band Walk)
http://mituwasou.com/indicator/trend_indicator/bollinger_bands.html

No comments :

Post a Comment