আগে-সানপো

ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় ডাই ইয়-ছেন এর গর্ভে পতনশীল অবস্থায় অথবা সারিবদ্ধভাবে তিনটি ছোট আকৃতির ইনছেন ক্রমাগত আবির্ভূত হওয়ার পরপরই ইয়-ন-মারুবজু এর আবির্ভাব ঘটলে উক্ত ইয়-ন-মারুবজু ডাই ইয়-ছেন এর সমাপনী মূল্য অতিক্রম করিলে ঐ অবস্থাকে আগে-সানপো বলে।ছাকাটা-গহ এর এই একগুচ্ছ রওসকু-আসি চার্টে আবির্ভুত হলে বুঝতে হবে যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। 
এখানে ডাই ইয়-ছেন এর গর্ভে অবস্থানরত পতনশীল অবস্থায় তিনটি ছোট আকৃতির ইনছেন এর আবির্ভাব একটি ছোট বিরতি মত দেখায়।

ডাই-ইয়ছেন এর সর্বোচ্চ মূল্য রেখা অঞ্চলকে রেসিস্টেন্স লাইন এবং র্বনিম্ন মূল্য রেখা অঞ্চলকে সাপোর্ট লাইন এবং রেসিস্টেন্স লাইন অতিক্রম করিলেই পুনরায় শক্তিশালী ঊর্ধ্বমুখী বাজারের পুনরাবৃত্তি ঘটবে।বিধায় এই অবস্থাকে ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় ট্রেন্ডের অস্থায়ী বিশ্রামও বলা যেতে পারে।  
এই ছোট বিরতি অবস্থায় রেসিস্টেন্স লাইন অতিক্রম করিবে কি করিবে না সিদ্ধান্ত নেয়া দুষ্কর বিধায় অপেক্ষা করিতে হবে।
  • 【পয়েন্ট 】
  • ডাই-ইয়ছেন এর গর্ভে অবস্থানরত তৃতীয় ইনছেনটি ডাই-ইয়ছেন এর সর্বনিম্ন মূল্য অতিক্রম করিবে না।
  • ডাই-ইয়ছেন এর গর্ভে অবস্থানরত তৃতীয় ইনছেনটি ডাই-ইয়ছেন এর সর্বনিম্ন মূল্য অতিক্রম করিলে ক্রয় বলের চেয়ে বিক্রয় বল শক্তিশালী ধরে নিতে পারি। 
  • ডাই-ইয়ছেন এর গর্ভে অবস্থানরত তৃতীয় ইনছেনটি ডাই-ইয়ছেন এর সর্বনিম্ন মূল্য অতিক্রম করিলে খুরো-ছানপেই বা ছাম্বাগারাসু এর রূপ নিবে। 
"এই আগে-সানপো এর বৈশিষ্ট্য হচ্ছে ডাই-ইয়ছেন এর গর্ভে পতনশীল অবস্থায় অথবাসারিবদ্ধভাবে তিনটি ছোট আকৃতির ইনছেন অথবা ইয়ছেন ক্রমাগত আবির্ভাব ঘটবে ঐ অবস্থায় পতনশীল অবস্থায় সারিবদ্ধভাবে তিনটি ইনছেন আবির্ভাব ঘটিলে খুরো-ছানপেই এর মতো দেখায় বিধায় বাজার পতনের ভুল সিদ্ধান্ত নিতে পারেন।"




【বিনিয়োগকারীদের মনস্তান্তিক আচরণ】
বাজার উত্থানের ঊষালগ্ন থেকেই প্রবল মূল্য বৃদ্ধি,এই অবস্থা অব্যাহত থাকবে কি থাকবে না অথবা মুনাফা অর্জন শুরু হবে কিনা এই মনস্তাত্ত্বিক সংঘর্ষের ফলাফলই ডাই-ইয়ছেন এর গর্ভে ক্রমাগত একগুচ্ছ ছোট আকৃতির ইনছেন এর আবির্ভাব
এই ছোট আকৃতির একগুচ্ছ ইনছেন উদ্ধরণ বল সম্পন্ন  ডাই-ইয়ছেন এর সর্বনিম্ন মূল্য অতিক্রম করতে ব্যর্থই হয় না উপরোন্ত সমাপনী মূল্য ডাই-ইয়ছেন এর মূল্য পরিসীমার মধ্যে বিদ্যমান থাকে।এই অবস্থা এটাই নির্দেশ করে যে,বর্তমান ট্রেন্ডে উদ্ধরণ বল এখনোও বিদ্যমান। 

No comments :

Post a Comment