মুদ্রা বাজারের চার্টে ফ্র্যাক্টাল কাঠামো

মুদ্রা বাজারের  চার্টে  ফ্র্যাক্টাল কাঠামোর ভূমিকা 
আপনি কি ইলিয়ট তরঙ্গের ফ্র্যাক্টাল কাঠামো সম্পর্কে জানেন? লোকমুখে শুনেছেন কিন্তু বিস্তারিত জানেন না।এমনটিই বলবেন এটাই স্বাভাবিক।এলিয়ট ওয়েভের ফ্র্যাক্টাল কাঠামো সমন্ধে  ইন্টারনেটে কোনো আর্টিকেল নাই বললেই চলে।তাই আমি ফ্র্যাক্টাল কাঠামোর প্রধান পয়েন্ট গুলির সংক্ষিপ্ত বিবরণ ব্যাখ্যা করবো।
মুদ্রা বাজার দেখার ধাপের উপর নির্ভর করে একটি ট্রেন্ড কখনও কখনও ঊর্ধ্বমুখী ট্রেন্ডের মত আবার কখনও কখনও নিম্নমুখী ট্রেন্ডের মত দেখায়


মুদ্রা বাজারে আয় বৃদ্ধি করার জন্য,বাজারের বর্তমান অবস্থান ইমেজ করা আবশ্যক ৷কিন্তু মুদ্রা বাজার দেখার ধাপের উপর নির্ভর করে একটি ট্রেন্ড কখনও কখনও ঊর্ধ্বমুখী ট্রেন্ডের মত আবার কখনও কখনও নিম্নমুখী ট্রেন্ডের মত দেখায়,এই অবস্থায় মুদ্রা বাজারের বর্তমান অবস্থা ইমেজ করা কঠিন নয় কি?
মূলত,এলিয়ট ওয়েভ এমন একটি সূচক যা বাজারের বর্তমান অবস্থান ইমেজ করতে সহজ করে তোলে,তার উপরে যদি ফ্র্যাক্টাল কাঠামো ব্যবহার করা হয় তবে বাজারের বর্তমান অবস্থান ইমেজ তৈরির ক্ষেত্রে আরও সহজ করে তুলবে।

ফ্র্যাক্টাল কাঠামো


মুদ্রা বাজার দর ঢেউয়ের মতো ধাবন এবং প্রত্যাবর্তন পুনরাবৃত্তি করে একটি ট্রেন্ডের দিকে ধাবিত হয়।এলিয়ট তরঙ্গ,পাঁচটি উদীয়মান (সুইসিন-হা) তরঙ্গের মাধ্যমে একটি ট্রেন্ডের দিকে অগ্রসর হয় এবং তিনটি প্রত্যাবর্তন(শুছে-হা)তরঙ্গের মাধ্যমে সামঞ্জস্যপূর্ণতা রক্ষা করে মোট আটটি তরঙ্গের মাধ্যমে এক চক্র সম্পন্ন করে।
এর পরে,আর একটি অনুরূপ চক্র আবির্ভূত হয়।এই হিসাবে বাজার অগ্রসর হলে,এক ধাপ বড় আরেকটি চক্র সম্পন্ন করে।
অন্য কথায়,সুইসিন-হা এবং শুছে-হা এর অভ্যন্তরীণ তরঙ্গও ১চক্র সম্পন্ন করে ট্রেন্ডের দিকে অগ্রসর হয়।এটিকে-কেই ফ্র্যাক্টাল কাঠামো বলে
যেহেতু কঠিন, বুঝতে অসুবিধা হচ্ছে তাই আরো সুনির্দিষ্ট সচিত্র ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। 

ফরেক্স  চার্টে আবির্ভূত ফ্র্যাক্টাল গঠন



বাস্তব ফরেক্স চার্টে উপরের ছবির মত ফ্র্যাক্টাল গঠন আবির্ভুত হয়। 
সাপ্তাহিক সময়কাল চার্টে আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের  প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গটি যখন দৈনিক সময়কাল চার্টে দেখবো তখনও প্রতিটি তরঙ্গ (প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ)আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের সম্প্রসারণ ঘটাচ্ছে । 
উক্ত চার্ট আবার দিবাভাগ সময়কাল চার্টে আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের  প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গটি  যখন ১ঘন্টা টসময়কাল চার্টে দেখবো তখনও প্রতিটি তরঙ্গ (প্রথমতরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ)আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের সম্প্রসারণ ঘটাচ্ছে । 
যদিও এই ইমেজটি নাই,১ঘন্টা টসময়কাল চার্টের এক ধাপ নিচের আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের প্রথম তরঙ্গ এবং দ্বিতীয় তরঙ্গটি যখন মিনিটসময়কাল চার্টে দেখবো তখনও প্রতিটি তরঙ্গ (প্রথম তরঙ্গ, দ্বিতীয় তরঙ্গ)আটটি তরঙ্গ দ্বারা গঠিত ১চক্রের সম্প্রসারণ ঘটাচ্ছে । এইভাবে এই ইলিয়ট তরঙ্গের ফ্র্যাক্টাল গঠন ব্যবহার করে,ফরেক্স বাজারের বর্তমান অবস্থান ইমেজ করতে সক্ষম হব।

ফরেক্স বাজারে বর্তমান অবস্থান

সর্বোচ্চ ধাপের সাপ্তাহিক সময়কাল চার্টে C তরঙ্গ (জিগজাগু সম্প্রসারণ হওয়ার পূর্বাভাসতার একধাপ নিচের  দৈনিক সময়কাল চার্টে "স্বগেকিহা"এর তৃতীয় তরঙ্গের অভ্যন্তরীণ তরঙ্গের মাধ্যমিক তরঙ্গ ৫ সম্প্রসারণ ঘটিতেছে।এই ভাবে,এলিয়ট তরঙ্গের ফ্র্যাক্টাল কাঠামোর উপর দক্ষতা অর্জন করিতে পারিলে ফরেক্স বাজারে বর্তমান অবস্থান ইমেজ করা সম্ভব।
অতঃপর ফরেক্স বাজারে বর্তমান অবস্থান ইমেজ করিতে পারিলে এন্ট্রি এবং মুনাফা অর্জনের সময়জ্ঞান সম্পাদন করিতেও সক্ষম হবেন।

ফ্র্যাক্টাল কাঠামো ব্যবহার করে ট্রেড



এলিয়ট তরঙ্গের C তরঙ্গ টার্গেট করো একটি প্রবাদ বাক্য আছেএই C তরঙ্গ হচ্ছে জিগজাগু শুছে (5-3-5)এর C তরঙ্গকে বুঝানো হয়েছে।আর এই জিগজাগু শুছের (5-3-5)এর C তরঙ্গে ফ্র্যাক্টাল কাঠামো ব্যবহার করলে সহজেই টার্গেট করো সম্ভব।
উপরের চিত্রটি ফ্র্যাক্টাল কাঠামো ব্যবহার করে জিগজাগু শুছের (5-3-5)এর C তরঙ্গ "স্বগেকিহা"3~5 তরঙ্গ টার্গেট করে শুছে দ্বিতীয় তরঙ্গের শেষ বিন্দুতে এন্ট্রির একটি উদাহরণ।

সর্বদা এক ধাপ উপরের বর্তমান অবস্থানের  উপর নজর রাখতে হয় 

এলিয়ট তরঙ্গ ফ্র্যাক্টাল গঠন বিধায় মাসিকসময়কাল থেকে মিনিটসময়কাল চার্টের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা যেতে পারে।কোন সময়কাল ব্যবহার করে গণনা করা উচিৎ এই ব্যাপারে বিচলিত হওয়াটাই স্বাভাবিক।
এলিয়ট তরঙ্গ যত ছোট ধাপে যাবে ততই ওভারশুট(overshoots) ঘটার সম্ভবনা বৃদ্ধি পায় বিধায় ঘন্টা সময়কাল চার্টে তরঙ্গ গণনা করে তরঙ্গাকৃতি নিশ্চিত করতে কঠিন হলে,সেক্ষেত্রে মিনিটসময়কাল চার্ট ব্যবহার করা যেতে পারে।এছাড়াও,সাপ্তাহিক সময়কাল চার্টের মত উচ্চ ধাপের বর্তমান অবস্থা উপর সচেতনতা বজায় রেখে তরঙ্গ গণনা করলে সঠিকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এলিয়ট তরঙ্গ ফ্র্যাক্টাল গঠন

এলিয়ট তরঙ্গ ফ্র্যাক্টাল গঠন বিধায় মাসিকসময়কাল থেকে মিনিটসময়কাল  চার্টের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা যেতে পারে। কোন সময়কাল ব্যবহার করে গণনা করা উচিৎ এই ব্যাপারে  বিচলিত হওয়াটাই স্বাভাবিক।
এলিয়ট তরঙ্গ যত ছোট ধাপে যাবে ততই ওভারশুট(overshoots) ঘটার সম্ভবনা বৃদ্ধি পায় বিধায় ঘন্টা টসময়কাল চার্টে তরঙ্গ গণনা করে তরঙ্গাকৃতি নিশ্চিত করতে কঠিন হলে,সেক্ষেত্রে মিনিটসময়কাল চার্ট ব্যবহার করা যেতে পারে।এছাড়াও,সাপ্তাহিক সময়কাল চার্টের মত উচ্চ ধাপের বর্তমান অবস্থা উপর সচেতনতা বজায় রেখে তরঙ্গ গণনা করলে সঠিকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ।

No comments :

Post a Comment