এলিয়ট তরঙ্গের Cতরঙ্গ টার্গেট করে ট্রেডিং
এলিয়ট তরঙ্গের Cতরঙ্গ টার্গেট করে ট্রেডিং
মুদ্রা বাজারে একটা প্রচলিত প্রবাদ আছে যেমন "মাথা ও পুচ্ছ দান করে দাও "এই প্রবাদ বাক্যটির অর্থ এই বুঝায় যে,ট্রেন্ডের প্রারম্ভে এবং শেষে ক্রেতা বিক্রেতার মধ্যে সব
যাইহোক,কিছু অভিজ্ঞতা হওয়ার পরে,আপনাকে ট্রেন্ডের মাথা থেকে পুচ্ছ পর্যন্ত ট্রেড করার জন্য উৎসাহিত করবো।কেননা ট্রেন্ডের প্রারম্ভে এন্ট্রি সাধারণতঃ যতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে ততটা ঝুঁকিপূর্ণ নয়,সফলতার সঙ্গে তরঙ্গের সাথে তাল মিলাতে পারলে বড় ধরনের সাফল্য অপেক্ষা করছে এতে কোনো ভুল নেই।
তিন নং তরঙ্গটি【c তরঙ্গ অথবা তৃতীয় তরঙ্গ】পুরোটা টার্গেট করার জন্য প্রয়োজনীয় বিজ্ঞতা ও কৌশল
প্রচলিত এন্ট্রি পদ্ধতি ও মুনাফা আদায় পয়েন্ট
সবচেয়ে প্রচলিত নিরাপদ এন্ট্রি পদ্ধতি ও মুনাফা আদায় পয়েন্ট হচ্ছে বাম পাশের শুছেহা এবং ডান দিকের সুইসিন-হা।
নিকটবর্তী উচ্চ মূল্য ব্র্যাক পয়েন্টে এন্ট্রি (সবুজ বৃত্ত)। Aতরঙ্গ আবার প্রথম তরঙ্গের 1.00গুন (লাল বৃত্ত)পয়েন্টে টেক প্রফিট।
কেন1.00গুন? কারণ শুছে Cতরঙ্গের দৈর্ঘ্য অধিকাংশ ক্ষেত্রেই Aতরঙ্গের 1.00 গুণ বড় হয়ে থাকে ।
যাইহোক,ফরেক্স চার্টের ঘন্টা সময়কাল মিনিট সময়কাল এর মতো নিচু ধাপের Cতরঙ্গ অধিকাংশ ক্ষেত্রেই 1.272গুন আবার 1. 618গুন হয়ে থাকে।যদি এন্ট্রি তরঙ্গটি শুছেহা না হয়ে সুইসিন-হা হয় তবে,লেজের অধিকাংশ অংশই ফেলে দিতে হয়।
তবে 1.00 গুণ দৈর্ঘ্য পরিমান মুনাফা একেবারেই যে কম এমনটাও নয় আবার দক্ষ ট্রেডিং হয়েছে এমন প্রশংসাও করা যাবে না।
আবার নিকটবর্তী উচ্চ মূল্য ব্র্যাক পয়েন্টে এন্ট্রি করলে খাকুদাই ফ্ল্যাট শুছেহা এর ধোঁকায় পড়তে হয়।এমনকি যদি এন্ট্রি সফলও হয়,তা সত্ত্বেও মাথার অধিকাংশ অংশ ফেলে দিতে হয়ে।
উপরের চিত্র অনুযায়ী এন্ট্রি পদ্ধতি ও মুনাফা আদায় পয়েন্ট,অপেক্ষাকৃত উচ্চ ধাপে হলে (সাপ্তাহিক সময়কাল অথবা দৈনিক সময়কাল) কিছুটা হলেও মুনাফা অর্জন সম্ভব। কিন্তু ছোট ধাপে হলে(ঘন্টাসময়কাল অথবা মিনিটসময়কাল) খুব বেশি মুনাফা অর্জন সম্ভব নয়।
এমনকি উচ্চ ধাপে মুনাফা অর্জন সম্ভব হলেও,সাপ্তাহিক সময়কাল অথবা দৈনিক সময়কাল চার্টে এইরকম ট্রেড চান্স সহজেই না আসে।
ঝুঁকি এড়াতে হলে ["মাথা ও পুচ্ছ দান করে দাও "] এটা বলতে পারি,কিন্তু ট্রেন্ডের প্রারম্ভে এবং শেষে কি ধরনের ঝুঁকি অপেক্ষা করছে সেটা জানা দরকার।
ট্রেন্ডের প্রারম্ভে এবং শেষে ওৎ পেতে আছে ঝুঁকি
প্রকৃতপক্ষে ট্রেন্ডের মাথা এবং পুচ্ছ উভয়েতেই ঝুঁকি ওৎ পেতে আছে।
পুচ্ছের বেলায় ট্রেন্ড কতদূর পর্যন্ত অব্যাহত থাকবে জানি না বিধায় ঝুঁকি আছে।
সুইসিন-হা প্রত্যাশায় আরো বর্ধিত হবে বলে আশা করা সত্ত্বেও, প্রকৃতপক্ষে এটা সুছেহা হলে,মুনাফা আদায় বিলম্বিত হওয়ার কারণে মুনাফা হ্রাস পেয়েছে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি ট্রেডারদের প্রত্যেকের মধ্যে কেহ না কেহ হয়েছেন ।
মাথার এন্ট্রি!! সেখানেও ঝুঁকি অপেক্ষা করছে।
মাথা থেকে এন্ট্রি সাধারণত গ্যাকুবারি হয়।
অন্য কথায়,সবলে অগ্রসর হওয়া তরঙ্গের বিরুদ্ধে এন্ট্রি করলে,যদি সেই এন্ট্রি পয়েন্টে কোন ভুল করেন,তবে তরঙ্গের সাথে ভেসে যাওয়া ফলে বিপুল ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।
দৃঢ়ভাবে শেষ বিন্দু পূর্বাভাস করে উপযুক্ত এন্ট্রি প্রত্যাশা করছি।
ট্রেন্ডের শেষ বিন্দু সনাক্ত করন কর্মকান্ড
মাথা থেকে এন্ট্রি করার জন্য,প্রথমে আপনাকে প্রথমে ট্রেন্ডের শেষ বিন্দুটি বুঝতে হবে।
একজন বিজ্ঞ এলিয়ট তরঙ্গবিদ নিম্নলিখিত কর্মকান্ডের মাধ্যমে শেষ বিন্দু চিহ্নিত করেন থাকেন।
- তরঙ্গ গণনা করে শুছেহা বা সুইসিন-হা এর শেষ বিন্দু পূর্বাভাস করণ।
- ফিবোনাচ্চি গোল্ডেন রেশিও অনুপাত ব্যবহার করে শুছেহা বা সুইসিন-হা এর শেষ বিন্দু পূর্বাভাস করণ।
- চ্যানেল লাইন ব্যবহার করে শুছেহা বা সুইসিন-হা এর শেষ বিন্দু পূর্বাভাস করণ ।
- ডাইভারজেন্স এর মাধ্যমে শুছেহা বা সুইসিন-হা এর শেষ বিন্দু পূর্বাভাস করণ ।
|
ট্রেন্ড সম্প্রসারণ পাঁচটি তরঙ্গ দ্বারা গঠিত সুইসিন-হা অথবা তিনটি তরঙ্গ দ্বারা গঠিত শুছেহা কিনা তার উপর ভিত্তি করে ট্রেন্ডের শেষ বিন্দু এর পূর্বাভাস পদ্ধতিও ভিন্ন।
শুরুতেই,এই পর্যন্ত তরঙ্গরে প্রবাহ আবার এক ধাপ উপরের (যেমন একঘন্টা সময়কাল হলে সেক্ষেত্রে দৈনিক সময়কাল) তরঙ্গ নিশ্চিত হয়ে শুছেহা না সুইসিন-হা এর কো নটির সম্প্রসারণ ঘটেছে নির্ধারণ করবো।
সুইসিন-হা এর বেলায় ট্রেন্ডের শেষ বিন্দু পূর্বাভাস করণ
ট্রেন্ডের শেষ বিন্দু এর পূর্বাভাসের জন্য চ্যানেল লাইন ব্যবহার করার উপায়টি বেশ কার্যকরী।অধিকাংশ ক্ষেত্রেই সুইসিন-হা চ্যানেলের লাইন বরাবর অগ্রসর হয়ে পঞ্চম তরঙ্গের শেষ বিন্দু 2-4 চ্যানেল লাইনের প্রথম তরঙ্গ লাইন আবার তৃতীয় তরঙ্গ লাইন স্পর্শ করে সমাপ্তি ঘটে।
সুইসিন-হা এর বেলায় এই শেষ বিন্দুর কাছাকাছি RSI এর ডাইভারজেন্স ঘটে বিধায় এটি শেষ বিন্দুর পূর্বাভাসের সিগন্যাল হিসাবে খুব কার্যকরী ভূমিকা পালন করে।
উপরন্তু,যদি সুইসিন-হা প্রচলিত"তৃতীয় তরঙ্গ এক্সটেনশন টাইপ স্বগেকিহা"হয়ে থাকে তবে বেশিরভাগই চতুর্থ তরঙ্গের সর্বনিম্ন মূল্যে ফিবোনাচ্চি অনুপাত 0.382 দ্বারা বিভক্ত করা হয়।আবার "পঞ্চম তরঙ্গ এক্সটেনশন টাইপ "স্বগেকিহা"এর ক্ষেত্রে,একই ভাবে চতুর্থ তরঙ্গের সর্বনিম্ন মূল্যে ফিবোনাচ্চি অনুপাত 0.618 দ্বারা বিভক্ত করা হয়।এই ফিবোনাচ্চি গোল্ডেন রেশিও অনুপাত খুব কার্যকর পদ্ধতি।
যদি সম্ভব হয়,সর্বশেষ পঞ্চম তরঙ্গের এক ধাপ নিচে (ঘন্টা সময়কাল বা মিনিট সময়কাল) চ্যানে ল লাইন ব্যবহার করে গণনা করিলে তবে শেষ বিন্দুর পূর্বাভাসের সঠিকতা আরও বৃদ্ধি পাবে।একজন বিজ্ঞ এলিয়ট তরঙ্গবিদ এই পদ্বতিটি ব্যবহার করে থাকেন।
শুছেহা এর বেলায় ট্রেন্ডের শেষ বিন্দু পূর্বাভাস করণ
শুছেহা এর বিভিন্ন তরঙ্গ প্যাটার্ন থাকায় সিদ্ধান্ত নেয়া কঠিন,তবে এখানে শুছেহা এর মধ্যে রিট্রেস গভীর হয় জিগজাগু শুছেহা এর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব।
শুছেহা এর Cতরঙ্গ Aতরঙ্গের 1.00গুন,1. 272গুন,1.618গুন দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই সমাপ্তি ঘটে থাকে বিধায় 1.618গুন স্পর্শ করিলে সেখানেই শেষ বিন্দু পয়েন্ট হওয়ার সম্ভাবনা উচ্চতর হয়।
যদি শেষ বিন্দু পয়েন্ট 1.618গুন থেকে সজোরে অতিক্রম করে তবে ঐ তরঙ্গটি (abc)শুছেহা না হয়ে (5-3-5-3-5)সুইসিন-হা এর সম্ভাবনা উচ্চতর হয়।অনুগ্রহ করে এই পর্যন্ত তরঙ্গের পরিস্থিতি আবার এক ধাপ উপরের তরঙ্গের পরিস্থিতি দেখে গণনায় ভুল আছে কিনা তা পরীক্ষা করুন।
C তরঙ্গ (৩নং তরঙ্গ )টার্গেট করে এন্ট্রির উপযুক্ত সময়
ট্রেন্ডের এর শেষ বিন্দু পূর্বাভাস করতে সক্ষম হলে তারপর কোথায় এন্টি করবো শুধু তার জন্য অপেক্ষা মাত্র ।
সুইসিন-হা এর ট্রেন্ডের শেষ পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রেই বলিষ্ঠতা হ্রাস পাওয়ার বৈশিষ্ট্য অপরদিকে শুছেহা এর শেষ পর্যায়ে অধিকাংশ ক্ষেত্রেই বলিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক ট্রেন্ডের শেষ পর্যায়ে সুইসিন-হা এর বলিষ্ঠতার হ্রাস বৃদ্ধি একজন ট্রেডারের বিশ্বাসের উপর নির্ভর করে।
একজন বিজ্ঞ এলিয়ট তরঙ্গবিদ ট্রেন্ডের শেষ বিন্দুতে গ্যাকুয়ারি কৌশল ব্যবহার করেন থাকেন।যাইহোক,এই পদ্ধতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ,নির্দিষ্ট শেষ বিন্দু নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত উৎসাহিত করা যাবে না।
যদি ট্রেন্ডের শেষ বিন্দু না হয় তবে তরঙ্গের সাথে ভেসে যাওয়া ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হবেন।
ধৈর্যচ্যুতি ঘটিয়ে তাড়ার মধ্যে এন্ট্রি না করে,যেহেতু B তরঙ্গে (২নং তরঙ্গ) অধিকাংশ ক্ষেত্রেই গভীর রিট্রেস ঘটে থাকে সেহেতু ট্রেন্ড শেষ পয়েন্টের কাছাকাছি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
শুরুতেই এক ধাপের নিচের সুইসিন-হা এর অস্তিত্ব নিশ্চিত করবো
পূর্বাভাস করা পয়েন্ট(শেষ বিন্দু)থেকে সঙ্কল্প অনুযায়ী উল্টো দিকে মোড় নিলে ধৈর্যচ্যুতি ঘটিয়ে তাড়ার মধ্যে এন্ট্রি না করে,শুরুতেই একধাপ নিচে সুইসিন-হা হয়েছে কিনা তা নিশ্চিত করবো।
উপরোক্ত বাম দিকের চিত্রে একটি বড় ধাপের সবুজ বৃত্ত পয়েন্ট থেকে(নিন্ম মূল্য অঞ্চল) সবেমাত্র উল্টো দিকে মোড় নিয়েছে এবং ডান দিকের চিত্রটি (লাল ডট ডট বাক্স দ্বারা আবদ্ধ অংশ টুকু) এক ধাপ নিচে দেখানো হয়েছে।
※এই পদ্ধতিটি এলিয়ট তরঙ্গের ফ্র্যাক্টাল গঠন ব্যবহার করা সূচক,যাহা বিভিন্নধাপে ব্যবহার করা যেতে পারে।যেমনঃ সাপ্তাহিক সময়কাল হলে ঘন্টাসময়কাল,30মিনিটসময়কাল হলে 1মিনিটসময়কাল বিভিন্ন সমন্বয় পছন্দ করে ব্যবহার করা যেতে পারে।
এই এক ধাপ নিচে,যতটা সম্ভব সুস্পষ্ট বড় সুইসিন-হা (বোরিঞ্জা বা-ন্ড± 2 σ স্পর্শ করা অবস্থা একটি আদর্শ বলা যাতে পারে)নিশ্চিত হলে ট্রেন্ডের শেষ বিন্দু যে পূর্বাভাস করেছিলাম তার সঠিকতার সম্ভাবনা দেখা দিয়েছে এটা ধরে নিতে পারি।
যাইহোক,যদি এই উত্থান তৃতীয় তরঙ্গ পর্যন্ত অগ্রসর হয়ে থেমে যায় (অথবা কোনো ধাপে এক্সটেনশন ঘটিতেছে এমনটিও হতে পারে) তবে বুঝে নিতে হবে যে,এখনোও নিম্নমুখী সুইসিন-হা এর সমাপ্তি ঘটেনি আর যদি ঐ অবস্থায় শুছেহা হয়ে উল্টো দিকে মোড় নেয় সেক্ষেত্রে শুছেপ্যাটা র্ন ফ্ল্যাট ক্যাটাগরি(3-3-5)তরঙ্গ হওয়ার সম্ভবনা থাকায় ট্রেডের জন্য মানানসই নয় (এখানে জেনে রাখা ভালো,যদি শুছেহা টার্গেট করতে হয়ে তবে গভীর রিট্রেস 5-3-5 জিগজাগু টার্গেট করাটাই উত্তম।)বিধায় এন্ট্রি থেকে বিরত থাকাটাই স্বাভাবিক ।
ABCশুছে এর শেষ বিন্দুতে এন্ট্রি করবো
এক ধাপ নিচের সুইসিন-হা এর অস্তিত্ব নিশ্চিত করতে পারলে,তবেই এন্ট্রি পয়েন্ট অন্বেষণ পর্যায় চূড়ান্ত হবে।
এক ধাপ নিচের সুইসিন-হা এর অস্তিত্ব নিশ্চিত হলে এই সুইসিন-হা এর বিপরীতে শুছে-তরঙ্গ (abcতরঙ্গ)এ র শেষ বিন্দুতে এন্ট্রি করবো।
সাধারনত,শুছে দুইনংতরঙ্গ প্রায় ই গভীর রিট্রেস হয়ে (50.0থেকে100)থাকে বিধায় ধৈর্যচ্যুতি না ঘটিয়ে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সঠিকভাবে শুছে-abc তরঙ্গ নিশ্চিত করুন।
যদি এটি জিগজাগু শুছে হয়,তবে এটির অভ্যন্তরীণ তরঙ্গ যথাক্রমে 5→3→5 নিশ্চিতকরণের পরে একটি এন্ট্রি করতে হবে।
আবার ফ্লাট শুছে হলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ তরঙ্গ যথাক্রমে 3→3→5 নিশ্চিত করতে হবে। কিন্তু ফ্লাট শুছে এর ক্ষেত্রে প্রথমবার আবির্ভুত abcতরঙ্গ দিয়ে সমাপ্তি ঘটবে এমনটি ভেবে ভুল করবেন না। এছাড়া খাকুদাই ফ্ল্যাটের ধোঁকাবাজি থেকে সতর্ক থাকতে হবে।
এই নিকটস্থ এলাকায় ট্রেন্ডের প্রবাহ ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছে,বিধায় মুহূর্তের মধ্যে তরঙ্গের সাথে ভেসে যাওয়া ঝুঁকি হ্রাস পায়।
যদি পয়েন্টটি ট্রেন্ডের রূপান্তর পয়েন্ট মনে করা হয় তাহলে এখান থেকে এন্ট্রি গ্যাকুয়ারি না হয়ে জুন-বাড়ি হলে, এটি একটি আদর্শ এন্ট্রি পয়েন্ট নয় কি?
এছাড়াও,"স্বগেকিহা"এর নিয়ম অনুযায়ী দ্বিতীয় তরঙ্গের শেষপ্রান্ত বিন্দুটি প্রথম তরঙ্গের শুরু বিন্দুকে অতিক্রম করবে না।আর এই প্রথম তরঙ্গের শুরু বিন্দুটিই হচ্ছে স্টপ লস পয়েন্ট।
※যাইহোক,মুদ্রা বাজারে যত ছোট ধাপে যাবে ততই ,লিভারেজ এবং অন্যান্য মুদ্রার প্রভাবের কারণে ওভারশুট ঘটার সম্ভাবনা দেখা দেয় আর সেই জন্যই দাড়ি অংশ অতিক্রম করতে লক্ষ্য করা যায় ।
ABC শুছে প্যাটার্ন
ABCশুছে এর বিভিন্ন প্যাটার্ন রয়েছে।
তার প্রতিনিধিত্বমূলক প্যাটার্ন হচ্ছে জিগজাগু শুছে(অভ্যন্তরীণ তরঙ্গ 5-3-5 দ্বারা গঠিত),ফ্ল্যাট শুছে(অভ্যন্তরীণ তরঙ্গ ৩-৩-৫ দ্বারা গঠিত),খাকুদাই ফ্ল্যাট শুছে(অভ্যন্তরীণ তরঙ্গ 3-3-5 দ্বারা গঠিত), ফুকুগ শুছে(W-X-Yঅথবা W-X-Y-X-Z)ইত্যাদি।
※এই প্রতিটি প্যাটার্নের আবার রিট্রেস ইত্যাদি মত বৈশিষ্ট্য রয়েছে এখন যাহার সংক্ষিপ্ত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো।
শুছে ২নং তরঙ্গের বৈশিষ্ট্য হল যে, প্রথম তরঙ্গের ফিবোনাচ্চি অনুপাত অধিকাংশ ক্ষেত্রেই 50.0~79.0গুন রিট্রেস হয়ে থাকে আবার 100.0গুন রিট্রেস প্রায়ই লক্ষ্য করা।
এছাড়াও,বেশিরভাগই সাদাসিধা ABCশুছে হয়ে থাকে।
C তরঙ্গ (৩নং তরঙ্গ) এ মুনাফা নির্ধারণ পয়েন্ট
সফলভাবে এন্ট্রি পর ক্রমবর্ধমান তরঙ্গাকৃতি চেক করুন
|
একটি ছোট ধাপের চার্টে সাফল্যের সাথে উত্থানরত তরঙ্গের সাথে তাল মিলাতে সক্ষম হলে,পরবর্তীতে এক ধাপ উপরের চার্টে ফিরে এসে মুনাফা আদায় পয়েন্ট সনাক্ত করন কর্মকান্ড শুরু করবো।
শুরুতে লিখেছিলাম যে,"পুচ্ছের বেলায় ট্রেন্ড কতদূর পর্যন্ত অব্যাহত থাকবে জানি না বিধায় ঝুঁকি আছে।" আর এখানে যদি মুনাফা আদায় পয়েন্ট সনাক্ত করণে ভুল করে ফেলেন তবে মূল্যবান মুনাফা অর্ধেক হ্রাস পাবে।
পূর্বাভাস করা গুরুত্বপূর্ণ শেষ বিন্দুটির পরপর যে সম্প্রসারণটি ঘটবে সেটি (তিনটি তরঙ্গ দ্বারা) ABCশুছে হবে, না (পাঁচটি তরঙ্গ দ্বারা গঠিত)সুইসিন-হা হবে তাহার যথাযথভাবে সিদ্ধান্ত নিতে হবে।
এখানে নির্ধারণ করার দুইটি কৌশল উল্লেখ করবো
প্রথমটি হচ্ছে,এই পর্যন্ত তরঙ্গরে প্রবাহ নিশ্চিতকরণ।উদাহরণস্বরূপ,সুইসি ন-হা এর বিপরীতে শুছে পর্বে 3→3→পর্যন্ত আসিলে সেক্ষেত্রে পরের তরঙ্গটি, ফ্ল্যাটশুছে এর শেষ তরঙ্গটি যাহা পাঁচটি তরঙ্গ দ্বারা গঠিত সুইসিন-হা এর সম্ভাবনা উচ্চতর হয় আবার আকৃতির উপর ভিত্তি করে ট্রায়াঙ্গল হওয়ার সম্ভাবনাও থাকে।
দ্বিতীয়টি হচ্ছে, এক ধাপ উপরের বর্তমান অবস্থান নিশ্চিতকরণ।
এখানে বর্তমান অবস্থান একঘন্টা সময়কাল চার্ট ভেবে নিলে,এক ধাপ উপরের দৈনন্দিন সময়কাল চার্টে তরঙ্গ প্রবাহ নিশ্চিত করিলে পরবর্তী যে সম্প্রসারণটি ঘটবে সেটি (তিনটি তরঙ্গ দ্বারা) ABCশুছে হবে, না (পাঁচটি তরঙ্গ দ্বারা গঠিত)"স্বগেকিহা" হবে কিনা তাহার আগাম সিদ্ধান্ত নেয়া সম্ভব ।
ABCশুছে এর ক্ষেত্রে
যদি ABCশুছে হয় তবে মুনাফা আদায় পয়েন্ট C তরঙ্গ A তরঙ্গের 1.00গুন,1.272গুন,1.618গুন অতিক্রম করিলে ঐ স্থানটি মুনাফা আদায় পয়েন্ট হবে। (এটা যে ABCশুছে এই ব্যাপারে আত্মবিশ্বাসী হলে আর যদি 1.618 গুণ পর্যন্ত প্রসারিত হয়ে থাকে তবে নির্দ্বিধায় এটি মুনাফা আদায় পয়েন্ট।)
এছাড়াও এই সিদ্ধান্তটিও একধাপ নিচে 5মিনিট সময়কাল সুইসিন-হা এর তরঙ্গাকৃতি নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিলে শেষ বিন্দুর কাছাকাছি সেরা টাইমিং এ মুনাফা আদায় পয়েন্ট শনাক্তকরণে সক্ষম হবেন ।
সুইসিন-হা এর এর ক্ষেত্রে
সুইসিন-হা এর এর ক্ষেত্রে অধিকাংশ তৃতীয় তরঙ্গ যতক্ষণ পর্যন্ত না 1.618 গুণ এলাকা স্পর্শ করবে ততক্ষণ পর্যন্ত তৃতীয় তরঙ্গের প্রবাহ অব্যাহত থাকবে।( এক ধাপ উপরের তরঙ্গেও সুইসিন-হা এর তৃতীয় তরঙ্গে যখন প্রবেশ করবে তখনও এটি 2.618 গুণ, 3.00 গুণ, 4.00 গুণ পর্যন্ত দীর্ঘ হবে।)
যদিও ট্রেড স্টাইলের উপর নির্ভর করে,এক ধাপ উপরের তরঙ্গাকৃতির আশাপ্রদ উত্থান না হলে এই 1.618 গুণ পয়েন্টে একবার মুনাফা আদায় করে শুছেচতুর্থ তরঙ্গে পুনরায় এন্ট্রি করাটাই পুঁজির উপযুক্ত বিনিয়োগ বলা যেতে পারে।
যাইহোক, এক ধাপ উপরের তরঙ্গে স্বগেকিহা এর সম্প্রসারণ ঘটিলেই সুবর্ণ সুযোগ !
যাইহোক,এক ধাপ উপরের তরঙ্গে স্বগেকিহা এর সম্প্রসারণ ঘটিলেই সুবর্ণ সুযোগ ! আর এই এক ধাপ উপরের স্বগেকিহা সমাপ্ত না হওয়া পর্যন্ত ট্রেড ধরে রাখতে পারলে এর চেয়ে উত্তম আর কি হতে পারে।
Cতরঙ্গ (৩নংতরঙ্গ )ট্রেডিং সারাংশ
সর্বজনীনভাবে,ট্রেন্ডের প্রারম্ভে এবং শেষে ঝুঁকি ওৎ পেতে আছে এমটা সবাই ভেবে থাকেন, কিন্তু এলিয়ট তরঙ্গের ফ্র্যাক্টাল কাঠামোর এক ধাপ উপরের আবার এক ধাপ নিচের তরঙ্গাকৃতির সচেতনতার মাধ্যমে তাদের অধিকাংশ সমাধান সম্ভব।
এক ধাপ উপরের তরঙ্গাকৃতির সচেতনতার মাধ্যমে এক ধাপ নিচের সুইসিন-হা নিশ্চিত করার পর abcশুছে এ এন্টির করলে ঝুঁকি কম হয়।
এছাড়াও,সুইসিন-হা এবং শুছেহা এ র সম্প্রসারণ বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হলে,বড় ধরণের মুনাফা অর্জন সম্ভব।
No comments :
Post a Comment