ইলিয়ট তরঙ্গের তিনটি ফ্ল্যাট শুছেহা
- ইলিয়ট তরঙ্গের তিনটি ফ্ল্যাট শুছেহা
বিশেষ করে,যদি শুছেহার প্রথম তরঙ্গটির অভ্যন্তরীণ তরঙ্গ তিনটি তরঙ্গ দ্বারা গঠিত হয়,তবে এর সম্প্রসারণের বৈচিত্র ব্যাপক ভাবে বিস্তৃতি ঘটবে।
এখন আমার আলোচনা করবো শুছেহার তরঙ্গ গুলির মধ্যে যেটির প্রথম তরঙ্গটির অভ্যন্তরীণ তরঙ্গ তিনটি তরঙ্গ দ্বারা গঠিত সেটি নিয়ে।আর সেটি হলো ফ্ল্যাট শুছেহা,আর এই ফ্ল্যাট শুছেহা প্রায়ই আবির্ভূত হয় থাকে।
ফ্ল্যাটশুছে এবংজিগজাগু-শুছের মধ্যে পার্থক্য
ফ্ল্যাট শুছেহার অভ্যন্তরীণ তরঙ্গ 3-3-5 দ্বারা গঠিত
শুছেহা এর মধ্যে সবচেয়ে বেশি আবির্ভূত হয় জিগজাগু শুছেহা যাহা চার্টের সর্বত্র দেখা মিলে।আর এই জিগজাগু শুছেহার অভ্যন্তরীণ তরঙ্গ 5-3-5দ্বারা গঠিত।অন্য দিকে আলোচনার বিষয় ফ্ল্যাট শুছেহার অভ্যন্তরীণ তরঙ্গ 3-3-5 দ্বারা গঠিত যাহার প্রথম তরঙ্গটির অভ্যন্তরীণ তরঙ্গ তিনটি তরঙ্গ দ্বারা গঠিত এই বিষয়ে জিগজাগু শুছেহার থেকে আলাদা।
ফ্ল্যাটের রিট্রেস বেশির ভাগ ক্ষেত্রে অগভীর হয়ে থাকে।
ফ্ল্যাট শুছেহা জিগজাগু শুছেহা থেকে আলাদা হওয়ায়,অধিকাংশ ক্ষেত্রেই আগের তরঙ্গের বিপরীতে গভীর রিট্রেস হয় না। অন্য কথায়,ফ্ল্যাট শুছেহা বেশির ভাগ ক্ষেত্রে চতুর্থতরঙ্গে আবির্ভূত হয়,দ্বিতীয় তরঙ্গে বিশেষ একটা আবির্ভূত হয় না। (জিগজাগু শুছেহা বেশির ভাগ ক্ষেত্রে দ্বিতীয় তরঙ্গে আবির্ভূত হয় এবং রিট্রেস গভীর হয়ে থাকে।)যাইহোক,আবার খাকুদাই ফ্ল্যাট শুছে দ্বিতীয় তরঙ্গেও আবির্ভূত হয় তবে সে ক্ষেত্রে রিট্রেস গভীর হয়ে থাকে।
ফ্ল্যাট শুছের সম্প্রসারণ উপলব্ধি করা কঠিন।
তিনটি ফ্ল্যাট টাইপ শুছেহা
অভ্যন্তরীণ তরঙ্গ 3-3-5 দ্বারা গঠিত ফ্ল্যাটশুছেহা তিন ভাগে ভাগ করা হয়।এই তিনটি ফ্ল্যাটশুছেহা এর মৌলিক সম্প্রসারণ প্যাটার্ন এবং এর বৈশিষ্ট্য আলোচনা করা যাক।
মিনিট সময়কাল অথবা ঘন্টা সময়কাল,যে কোন সময় অক্ষ হউক না কেন।একটি বড় উত্থানের পর ইয়কোবাই হবে তারপর পুনরায় নিকটবর্তী উচ্চ মূল্য অথবা নিন্ম মূল্যকে ব্র্যাক করবে এমনটি সবাই লক্ষ্য করে থাকেন।বেশির ভাগ ক্ষেত্রেই ফ্ল্যাটশুছেহা এই রকম চতুর্থ তরঙ্গের অগভীর রিট্রেস পরিবেশে আবির্ভূত হয়।(তখন চতুর্থ তরঙ্গের রিট্রেস তৃতীয় তরঙ্গের 0.382গুন হয়ে থাকে )।
সাধারণ ফ্ল্যাট শুছেহা এর বৈশিষ্ট্য
- সাধারণ ফ্ল্যাট শুছেহা এর অভ্যন্তরীণ তরঙ্গ
- aতরঙ্গ,bতরঙ্গ,cতরঙ্গ এর দৈর্ঘ্য প্রায় একই হয়ে থাকে ।
- b তরঙ্গ aতরঙ্গের প্রারম্ভিক বিন্দুর কাছাকাছি এসে সমাপ্তি ঘটবে। (a তরঙ্গের0.900~1.050গুন রিট্রেস )
- b তরঙ্গ বেশির ভাগ ক্ষেত্রেই জিগজাগু হয়ে থাকে এছাড়াও তৃতীয় তরঙ্গ গঠন প্রক্রিয়া শুরু হয়।
- cতরঙ্গ বেশির ভাগ ক্ষেত্রেই স্বগেকিহা হয়ে থাকে।
- c তরঙ্গ aতরঙ্গের শেষ বিন্দু সামান্য একটু অতিক্রম করে সমাপ্তি ঘটবে এবং 0-2 চ্যানেল অস্তিত্বে সচেতন হয়।
এই সাধারণ ফ্ল্যাট শুছেহা এর ক্ষেত্রে aতরঙ্গ,bতরঙ্গ,cতরঙ্গ এর দৈর্ঘ্য বেশির ভাগ ক্ষেত্রেই একই হয়ে থাকে। যেহেতু ফরেক্স বাজারে বিনিয়োগকারীরা উচ্চ লিভারেজে ট্রেড করে থাকেন এবং সম্পর্কিত মুদ্রার দর দ্বারা বাজার প্রভাবিত হয় বিধায় cতরঙ্গ স্বগেকিহা রূপে ব্ যাপকভাবে প্রসারিত হওয়ার ঘটনা লক্ষ্য করা যায়।এছাড়াও,ফ্ল্যাট এর aতরঙ্গ যদি জিগজাগু এর অভ্যন্তরীণ ন্যায় তিনটি তরঙ্গ দ্বারা গঠিত হয় তবে bতরঙ্গের অভ্যন্তরীণ তরঙ্গও তিনটি তরঙ্গ দ্বারা গঠিত হবে।
フ
ট্রেন্ডের সচেতনতার উপর ভিত্তি করলে ইলিয়ট তরঙ্গের একটি বৈশিষ্ট্য হিসাবে বেশির ভাগ ক্ষেত্রেই দ্বিতীয় তরঙ্গে গভীর রিট্রেস(0.50~1.00)এবং চতুর্থ তরঙ্গে অগভীর রিট্রেস(তৃতীয় তরঙ্গের 0.382গুন) হয়ে থাকে তাই অধিকাংশ ক্ষেত্রেই দ্বিতীয় তরঙ্গে সাধারণ ফ্ল্যাট শুছেহা এর আবির্ভাব হয় না(এক্সটেনশন এর মাধ্যমিক তরঙ্গ বাদে)।যদি দ্বিতীয় তরঙ্গে ফ্ল্যাট শুছেহা এর আবির্ভাব ঘটে তবে তার অধিকাংশই খাকুদাই ফ্ল্যাট শুছেহা হয়ে থাকে।উপরন্তু,এই খাকুদাই ফ্ল্যাট শুছেহা চতুর্থ তরঙ্গে ঘন ঘন আবির্ভূত হওয়ার কারণে সাধারণ ফ্ল্যাট শুছেহা এর তুলনায় খাকুদাই ফ্ল্যাট শুছেহার পুনরাবৃত্তির হার অধিক বলে বিবেচিত হয়ে থাকে।
খাকুদাই ফ্ল্যাট শুছেহা এর বৈশিষ্ট্য
- খাকুদাই ফ্ল্যাট শুছেহা মূলত সাধারণ ফ্ল্যাট শুছেহা এর একই বৈশিষ্ট্য নির্দেশ করে।
- b তরঙ্গ aতরঙ্গের প্রারম্ভিক বিন্দু অতিক্রম করবে।(বেশির ভাগ ক্ষেত্রেই aতরঙ্গের1.236আবার 1.382গুন হয়ে থাকে) ।
- cতরঙ্গ স্বগেকিহা এর রূপ নিলে সেক্ষেত্রে a তরঙ্গের 1.618 গুন হয়ে থাকে আবার 2.618 হয়ে থাকে তবে খুব বিরল।
"দ্বিতীয় তরঙ্গে খাকুদাই ফ্ল্যাট শুছেহা এর আবির্ভাবের ক্ষেত্রে c তরঙ্গ aতরঙ্গের 2.618 গুন হয় এবং প্রথম তরঙ্গের বিপরীতে রিট্রেস দীর্ঘ হয়ে থাকে"
"এখানে সতর্কতা অবলম্বন করা আবশ্যক,যদি bতরঙ্গের অভ্যন্তরীণ তরঙ্গ তিনটি তরঙ্গ দ্বারা গঠিত না হয়ে পাঁচটি তরঙ্গ দ্বারা গঠিত হয় তবে সেটি আর রানিং ফ্লাট শুছেহা বলে বিবেচিত হবে না তখন সেটি আরেকটি নুতন সম্ভাব্য স্বগেকিহা এর প্রথম তরঙ্গ হিসেবে বিবেচিত হবে।"
No comments :
Post a Comment