ইডো হেইকিনছেন

ইডো হেইকিনছেন(移動平均線)

একটি শেয়ার কেনার জন্য যখন চার্ট দেখি শুধু শেয়ারের দর উত্থান-পতনই নয়,একই সাথে যদি ইডো হেইকিনছেন(Moving average) প্রদর্শন করি তবে শেয়ার ক্রয় বিক্রয়ের কৌশল আরো উন্নত হবে ।

গড় শেয়ার বাজার দেখে এখন উত্থান অবস্থায় আছে না  পতন অবস্থায় এক দৃষ্টিতেই বুঝা যায় তার উপরে যদি ইডো হেইকিনছেন প্ৰদৰ্শন করে তার সহযোগিতা নিয়ে শেয়ার বাজারের অবস্থান লক্ষো করি তবে অতি সহজেই ক্রয় বিক্রয় টাইমিং খুঁজে বের করে সম্ভব

ইডো হেইকিনছেন এর গড় মান নির্ণয় এবং লাইন টানা পদ্ধতি
একটি নির্দিষ্ট সময়ের শেয়ার বাজরের দৈনিক গড় মূল্য নিরূপণ করে অতঃপর তাহাকে একটি লাইন দিয়ে প্রকাশ করাকে ইদো হেইকিনছেন বলে ।উদাহরণস্বরূপ, ৫ দিনের ইদো হেইকিন ছেন হল ৫দিনের শেয়ার বাজরের দৈনিক গড় মূল্য একটি লাইন দিয়ে প্রকাশ করা।প্রতিদিনের শেয়ার বাজরের সমাপনী মূল্য ব্যবহার করে দৈনিক গড় মূল্য নিরূপণ করার ফলে বাজার কোন দিকে ধাবিত হচ্ছে তাহা দেখা সম্ভব।
 (৫০০টাকা +৭০০টাকা +১২০০টাকা +৪০০টাকা+৯০০টাকা )÷৫=৭৪০

সময়কালের উপর ভিত্তি করে ইদো হেইকিন ছেন তিন ধাপের হয়ে থাকে
(১)দৈনিক চার্টে ইদো হেইকিনছেন [৫দিন ২৫দিন ৭৫দিন সময় কাল ]
(২)সাপ্তাহিক চার্টে ইদো হেইকিন ছেন [১৩সপ্তাহ ২৬সপ্তাহ ৫২সপ্তাহ সময় কাল]
(৩)মাসিক চার্টে ইদো হেইকিন ছেন [৯মাস ২৪মাস৬০মাস সময় কাল]
 শেয়ার বাজার প্রতিদিন উঠানামার কারণে সাময়িকভাবে অপ্রত্যাশিত বাজার আবির্ভাব হলে শেয়ার  ক্রয় বিক্রয়ের বিভ্রান্ত ধারণা উন্মোচন ঘোটতে পারে আর তখনই ইডো হেইকিনছেন প্ৰদৰ্শন করে তার সহযোগিতা নিলে খুব সহজেই জ-স পাতান" খাকো পাতান বুঝা সম্ভব

No comments :

Post a Comment