আতেখুবি-ছেন.ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন

Atekubisen-irikubisen-sashikomi-sen[আতেখুবি-ছেন.ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন

দুইটি রওসকু-আসির  সমন্বয়ে গঠিত একটি চার্টকে বলা হয় ।দুইটি রওসকু-আসি  সমন্বয় এর মাধ্যমে  চার্ট প্যাটার্ন বিশ্লেষণ করে আরো সঠিকতর রূপে  শেয়ারবাজারের  উথান পতন ভবিষ্যদ্বাণী সম্ভব  ।  রওসকু-আসির জিত্তাইএর  অঙ্গ সমন্বয় এবং জিত্তাইএর উপরের এবং নিচের দাঁড়ির দৈর্ঘ্য  সমন্বয় ঘটিয়ে যুগ্ম রওসকু-আসির বর্ণনা দেওয়া হলো

あて首線(আতেখুবি-ছেন)


নিম্নমুখী শেয়ার বাজারে আবির্ভাব, অদ্যইয়ছেন গত ডাই-ইনছেন থেকে মাদ আকেতে গত ডাই-ইনছেন এর সমাপনী মূল্যের অপেক্ষাকৃত নিম্ন মূল্যস্তর থেকে উদ্বোধনী মূল্য শুরু অতঃপর দর উত্থান হলেও গত-ডাই-ইনছেন এর  সমাপনী মূল্যেও  বাজার দর ফিরে আসে না ।এই ধরণের যুগ্ম রওসকু-আসির বৈশিষ্ট্যকে আতেখুবি-ছেন বলা হয় ।

 নিম্নমুখী শেয়ার বাজারে ইয়ছেন দিয়ে মাদ আকেতে উদ্বোধনী মূল্য শুরু  হওয়ার জন্য ক্রয় প্রবলতা থাকলেও বাজার দর পতন হওয়ার কারণে তা তুচ্ছ বলে পরিগণিত হয়,এটি কেবলমাত্র সাময়িকভাবে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় প্রবণতার উন্মোচন মাত্র, যাহা বাজারদর রূপান্তর এ কোনো ভূমিকা রাখে না ।তারপরও যদি বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় প্রবণতা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠে তবেই  বাজারদর রূপান্তর সম্ভবনা আশা করা যেতে পারে। 


এই  অবস্থায় বাজার ইয়ছেন দিয়ে শুরু হওয়া সত্ত্বেও পূর্বের দিনের ইনছেনের সমাপনী মূল্যে দর ফিরে যেতে পারে না তাই নিম্নমুখী শেয়ার বাজারে ইয়ছেন আবির্ভাব হওয়া সত্ত্বেও ক্রয় দুর্বলতা প্রমাণ করে বিধায় ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা  অবলম্বন করা আবশ্যক।এই যুগ্ম রওসকু-আসির প্রতীয়মান অত্যন্ত অল্প ২৫১১ শেয়ার বাজার কার্যদিবসের মধ্যে মাত্র ০থেকে ৮ বার আবির্ভাব হয় ।
এই অবস্থায় নতুন করে শেয়ার ক্রয় থেকে বিরত থাকাই বুদ্ধিমত্তার পরিচয়, ক্রয় না করেও এটি একটি বিক্রয় দিক বলা যেতে পারে ।




বিশেষ দ্রষ্টব:অদ্য-ইয়ছেন গত-ইনছেন এর কতটুকু গভীরে ঢুকে পড়েছে তার পরিমানের উপর নির্ভর করে 「入り首線」「差し込み線」「切り込み線」নাম নির্ধারণ করা হয় ।ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন এর উত্থান পতনের মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন, অবশ্যই  অতীতের বাজার প্রবাহ  বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে ।

入り首線(ইরিকুবিসেন)



 ইরিকুবিসেন হচ্ছে আতেখুবি-ছেনএর চেয়ে অপেক্ষাকৃত  শক্তিশালী বিক্রয় সিগন্যাল। নিম্নমুখী শেয়ার বাজারে পতন প্রবণতার  মাঝখানে ইরিকুবিসেন এর আবির্ভাব। প্রবল পরিবর্তনশীল শেয়ার বাজারে সহজেই ইরিকুবিসেন এর আবির্ভাব ঘটে ।
অদ্য ইয়ছেন গত ডাই-ইনছেন থেকে মাদ আকেতে এর সমাপনী মূল্যের অপেক্ষাকৃত নিম্ন মূল্যস্তর থেকে উদ্বোধনী মূল্য শুরু হয় অতঃপর দর উত্থান হয়ে গত ডাই-ইনছেন এর সমাপনী মূল্যে থেকে একটু উপরে বাজার দর ফিরে আসে।এই ধরণের যুগ্ম রওসকু-আসির বৈশিষ্ট্যকে ইরিখুবি-ছেন বলা হয় ।
অদ্য-ইয়ছেন গত-ডাই-ইনছেন এর অর্ধেকের কম গভীরে ঢুকে পড়ে।

এই অবস্থায় নতুন করে শেয়ার ক্রয় থেকে বিরত থাকাই বুদ্ধিমত্তার পরিচয়, ক্রয় না করেও এই একটি বিক্রয় দিক বলা যেতে পারে।

বিশেষ দ্রষ্টব:অদ্য-ইয়ছেন গত-ইনছেন এর কতটুকু গভীরে ঢুকে পড়েছে তার পরিমানের উপর নির্ভর করে 「入り首線」「差し込み線」「切り込み線」নাম নির্ধারণ করা হয় ।ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন এর উত্থান পতনের মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন, অবশ্যই  অতীতের বাজার প্রবাহ  বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে ।


差し込み線ছাসি-কমি-ছেন


ছাসিকমি-ছেন (৩)差し込み線ইমপোর্টেন্ট

 গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে অপেক্ষাকৃত অল্পমূল্যে অদ্য ইয়ছেন এর উদ্বোধন মূল্য শুরু হলে,অতঃপর বাজার উত্থান হওয়া সত্ত্বেও গত-ইনছেন এর জিত্তাই এর গন্ডির ভিতরেই অদ্য ইয়ছেন এর সমাপনী মূল্য বহাল থাকে তাহাকে ছাসি-কমি-ছেন বলে।

নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে আবির্ভুত ছাসিকমি-ছেন 

গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে অপেক্ষাকৃত অল্পমূল্যে অদ্য ইয়ছেন এর উদ্বোধন মূল্য শুরু হলে,অতঃপর বাজার উত্থান হওয়া সত্ত্বেও গত-ইনছেন এর জিত্তাই এর গন্ডির ভিতরেই অদ্য ইয়ছেন এর সমাপনী মূল্য বহাল থাকে, এমন যুগ্ম রওসকু-আসির ছাসি-কমি-ছেন নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে আবির্ভূত হলে তাহাকে নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে আবির্ভুত ছাসিকমি-ছেন বলে।
নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে শেয়ার বাজারের পতনরত অবস্থাকে গতিরোধ করার জন্য ইয়ছেন এর আবির্ভাব ঘটিলে,আর সেটি যদি ছাসি-কমি-ছেন এর যুগ্ম রওসকু-আসির আকৃতি হয় তাহলে বুঝতে হবে যে এখনও ক্রমবর্ধমান নিম্নমুখী বাজার অব্যাহত রয়েছে।অন্য কথায় নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে সাময়িক ভাবে গতিরোধ করার জন্য ছাসি-কমি-ছেন এর আবির্ভাব
মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকারীরা একযোগে শেয়ার বিক্রয় করার কারণে ক্রমবর্ধমান দরপতন ঘটিলে সাময়িক ভাবে ঐ অবস্থায় ইয়ছেন এর আবির্ভাব হলে অবিলম্বে নিম্নমুখী বাজারের পুনরাবিত্তি ঘটার সম্ভাবনা রয়েছে
বাজার পতন চলাকালীন অবস্থায় নিম্ন মূল্য অঞ্চলে ছাসিকমি-ছেন আবির্ভূত হলে বেশির ভাগ ক্ষেত্রেই এই অবস্থা নিম্ন মূল্য অঞ্চলের শেষ প্রান্ত ইঙ্গিত করে।এর অর্থ ইয়ছেন এর আবির্ভাবের ফলে সাময়িকভাবে পতনশীল বাজার বাধা প্রাপ্ত হয়েছে।
যুগ্ম রওসকু-আসি ছাসিকমি-ছেন আবির্ভাবের পর যে নুতন রওসকু-আসিটির আবির্ভাব ঘটবে সেটি যদি যুগ্ম রওসকু-আসি ছাসিকমি-ছেনে বিদ্যমান ইনছেন এর সমাপনী মূল্য অতিক্রম করে তাহলে বুঝতে হবে যে পুরোদমে বাজার ঊর্ধ্বমুখী ট্রেন্ডে প্রবেশ করেছে।ইতিমধ্যে যে সমস্ত বিনিয়োগকারীরা নিম্নমূল্য বলে সিদ্ধান্ত নিয়েছিলো এই অবস্থায় তারা যদি একবার ক্রয় শুরু করে তবেই ক্রমবর্ধমান দর বৃদ্ধি শুরু হবে।  

"ছাসি-কমি-ছেন এর বাজার রূপান্তর মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু মাত্র একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন,অবশ্যই বাজার প্রবাহ বিশ্লেষণ করে (ক্রয়.বিক্রয়)সিদ্ধান্ত নিতে হবে।"
নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে ছাসি-কমি-ছেন ঊর্ধ্বমুখী বাজার রূপান্তর ইঙ্গিত পয়েন্ট। 
নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে অদ্য ইয়ছেন যদি গত-ইনছেন এর অর্ধেকের বেশি গভীরে ঢুকে পড়ে তবেই বাজার উত্থান সম্ভাবনা বৃদ্ধি পায়। 
নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে ছাসি-কমি-ছেন নিম্নমুখী বাজার রূপান্তর ইঙ্গিত পয়েন্ট। 
নিম্নমুখী ট্রেন্ডের নিম্ন মূল্য অঞ্চলে অদ্য ইয়ছেন যদি গত-ইনছেন এর সমাপনী মূল্য অতিক্রম করতে ব্যার্থ হয়ে নিন্মগামী হয় অথবা অর্ধেকের কম গভীরে ঢুকে তবেই এটি বিক্রয় সংকেত ইঙ্গিত করবে,তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
........................................................................
আগে-ন-ছাসি-কমি-ছেন

    গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে অপেক্ষাকৃত অল্পমূল্যে অদ্য ইয়ছেন এর উদ্বোধন মূল্য শুরু হলে,অতঃপর বাজার উত্থান হওয়া সত্ত্বেও গত-ইনছেন এর জিত্তাই এর গন্ডির ভিতরেই অদ্য ইয়ছেন এর সমাপনী মূল্য বহাল থাকে এমন যুগ্ম রওসকু-আসি ছাসি-কমি-ছেন ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় আবির্ভূত হলে তাহাকে আগে-ন-ছাসি-কমি-ছেন বলে।
    শেয়ার বাজারের উত্থানরত অবস্থাকে গতিরোধ করার জন্য ইনছেন এর আবির্ভাব ঘটিলে,আর সেটি যদি আগে-ন-ছাসি-কমি-ছেন এর যুগ্ম রওসকু-আসির আকৃতি হয় তাহলে যে বুঝতে হবে এখনও ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী বাজার অব্যাহত রয়েছে।অন্য কথায় ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থা সাময়িক ভাবে গতিরোধ করার জন্য আগে-ন-ছাসি-কমি-ছেন এর আবির্ভাব।
    ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকারীরা একযোগে শেয়ার বিক্রয় করার কারণে সাময়িক দরপতন ঘটিলেও অবিলম্বে ঊর্ধ্বমুখী বাজারের পুনরাবিত্তি ঘটার সম্ভাবনা রয়েছে।



    "ছাসি-কমি-ছেন এর বাজার রূপান্তর মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু মাত্র একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন,অবশ্যই বাজার প্রবাহ বিশ্লেষণ করে (ক্রয়.বিক্রয়)সিদ্ধান্ত নিতে হবে।"
    আগে-ন-ছাসি-কমি-ছেন ঊর্ধ্বমুখী বাজার রূপান্তর ইঙ্গিত পয়েন্ট। 
    ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় অদ্য ইয়ছেন যদি গত-ইনছেন এর অর্ধেকের বেশি গভীরে ঢুকে পড়ে তবেই বাজার উত্থান সম্ভাবনা বৃদ্ধি পায়। 
    আগে-ন-ছাসি-কমি-ছেন নিম্নমুখী বাজার রূপান্তর ইঙ্গিত পয়েন্ট। 
    ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় অদ্য ইয়ছেন যদি গত-ইনছেন এর সমাপনী মূল্য অতিক্রম করতে ব্যার্থ হয়ে নিন্মগামী হয় অথবা অর্ধেকের কম গভীরে ঢুকে তবেই এটি বিক্রয় সংকেত ইঙ্গিত করবে,তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

    .......................................................................................................................................................................

    ছাগে-ন-ছাসি-কমি-ছেন

    গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে অপেক্ষাকৃত অল্পমূল্যে অদ্য ইয়ছেন এর উদ্বোধন মূল্য শুরু হলে,অতঃপর বাজার উত্থান হওয়া সত্ত্বেও গত-ইনছেন এর জিত্তাই এর গন্ডির ভিতরেই অদ্য ইয়ছেন এর সমাপনী মূল্য বহাল থাকে এমন যুগ্ম রওসকু-আসির ছাসি-কমি-ছেন নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় আবির্ভূত হলে তাহাকে ছাগে-ন-ছাসি-কমি-ছেন বলে।
    শেয়ার বাজারের পতনরত অবস্থাকে গতিরোধ করার জন্য ইনছেন এর আবির্ভাব ঘটিলে,আর সেটি যদি ছাগে-ন-ছাসি-কমি-ছেন এর যুগ্ম রওসকু-আসির আকৃতি হয় তাহলে যে বুঝতে হবে এখনও ক্রমবর্ধমান নিম্নমুখী বাজার অব্যাহত রয়েছে।অন্য কথায় নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় সাময়িক ভাবে গতিরোধ করার জন্য ছাগে-ন-ছাসি-কমি-ছেন এর আবির্ভাব।
    নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় ক্রমবর্ধমান দর পতনের মাঝে সাময়িক ভাবে ঐ অবস্থায় ইয়ছেন এর আবির্ভাব হলে অবিলম্বেই নিম্নমুখী বাজারের পুনরাবিত্তি ঘটার সম্ভাবনা রয়েছে

    নিহোঁ-ন ছাসি-কমি-ছেন
    二本の差し込み線

    নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় ছাসি-কমি-ছেন এর আবির্ভাবের পর আবারও ছাসি-কমি-ছেন এর আবির্ভাব হলে তাহাকেনিহোঁ-ন ছাসি-কমি-ছেন বলে।
    নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে অপেক্ষাকৃত অল্পমূল্যে অদ্য ইয়ছেন এর উদ্বোধন মূল্য শুরু হলে,অতঃপর বাজার উত্থান হওয়া সত্ত্বেও গত-ইনছেন এর জিত্তাই এর গন্ডির ভিতরেই অদ্য ইয়ছেন এর সমাপনী মূল্য বহাল থাকে এমন যুগ্ম রওসকু-আসির আবির্ভাব হলে এই অবস্থায় নিম্নমুখী শেয়ার বাজার অব্যাহত রয়েছে বুঝায়,কিন্তু তার পরে আবারও ছাসি-কমি-ছেন এর আবির্ভাব হলে মূল্যবৃদ্ধি ইংঙ্গিত করে,এটি ক্রয় সিগন্যাল
    সাধারণত নিম্নমুখী বাজার চলাকালীন অবস্থায় ছাসি-কমি-ছেন বিক্রয় সিগন্যাল বলেই ইঙ্গিত করে কিন্তু পুনরায় ছাসি-কমি-ছেন আবির্ভূত হওয়ার ফলে বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণ প্রায় সমাপ্ত এবং সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় প্রবণতাও শক্তিশালী হয়ে ওঠে,দ্বিতীয়বার ছাসি-কমি-ছেন এর আবির্ভাব হওয়ার কারনে বাজার দর-পতন অব্যাহত থাকবে ভাবাটাই স্বাভাবিক,কিন্তু সেখানেই মনোযোগ দিতে হবে বাজার দর রূপান্তরিত হওয়ার শক্তি বিদ্যমান রয়েছে ।
     





    বিশেষ দ্রষ্টব:অদ্য-ইয়ছেন গত-ইনছেন এর কতটুকু গভীরে ঢুকে পড়েছে তার পরিণামের উপর নির্ভর করে নাম নির্ধারণ করা হয়।ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন এর উত্থান পতনের মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু মাত্র একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন,অবশ্যই  অতীতের বাজার প্রবাহ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।
    আগে-ন-ছাসি-কমি-ছেন
    আগে-ন-ছাসি-কমি-ছেন
    ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থায় আবির্ভূত আগে-ন-ছাসি-কমি-ছেন,ইনছেন এর পর পরই আবির্ভাব হওয়া ইয়ছেন, যাহা গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে সস্তায় (অল্পমূল্যে)উদ্বোধন মূল্য শুরু অতঃপর গত-ইনছেন এর জিত্তাই গন্ডির ভিতরে সমাপনী মূল্য বহাল থাকাকে বুঝায়।শেয়ার বাজারের উত্থানরত অবস্থাকে গতিরোধ করার জন্য ইনছেন এর আবির্ভাব ঘটিলে, গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে সস্তায়(অল্পমূল্যে)উদ্বোধন মূল্য শুরু অতঃপর গত-ইনছেন এর জিত্তাই গন্ডির ভিতরে সমাপনী মূল্য বহাল থাকলে বুঝতে হবে এখনও ক্রমবর্ধমান ঊর্ধ্বমুখী বাজার অব্যাহত রয়েছে।
     ঊর্ধ্বমুখী বাজার চলাকালীন অবস্থা গতিরোধ করার জন্য আগে-ন-ছাসি-কমি-ছেন এর আবির্ভাব,মুনাফা অর্জনের জন্য বিনিয়োগকারীরা একযোগে শেয়ার বিক্রয় করার কারণে সাময়িক দরপতন  ঘটিলেও অবিলম্বে ঊর্ধ্বমুখী বাজারের পুনরাবিত্তি ঘটে,বিধায় ঊর্ধ্বমুখী বাজার রূপান্তর এ ইঙ্গিত করে  এটি একটি ক্রয় সংকেত বোঝায়।

    অদ্য-ইয়ছেন কি পরিমাণে গত-ইনছেন এর ভিতর  ঢুকে পড়বে  তার  উপর দর উত্থান-পতন ভবিষ্যদ্বাণী  নির্ভর করবে, যেমনঃ অর্ধেকের বেশি ঢুকেপড়লে দর উত্থানের  সম্ভাবনা রয়েছে আর যদি গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে সস্তায় (অল্পমূল্যে) অবস্থান করে তবে দরপতন হওয়ার  সম্ভাবনা রয়েছে।
    ছাগে-ন-ছাসি-কমি-ছেন



    নিহোঁ-ন ছাসি-কমি-ছেন二本の差し込み線
    শেয়ার বাজার চলাকালীন অবস্থায় ছাসি-কমি-ছেনএর আবির্ভাবের পর আবারও ছাসি-কমি-ছেনএর আবির্ভাবকে নিহোঁ-ন ছাসি-কমি-ছেন বলে।
    গত-ইনছেন এর সমাপনী মূল্য থেকে সস্তায় (অল্পমূল্যে) অদ্য ইয়ছেনএর উদ্বোধন মূল্য শুরু অতঃপর উত্থান হয়ে গত-ইনছেন এর জিত্তাই মূল্য সীমার ভিতরে সমাপনী মূল্য বহাল থাকিলে এই অবস্থায় নিম্নমুখী শেয়ার  বাজার অব্যাহত রয়েছে বুঝায়, কিন্তু  কিছু দিন পরে আবার ছাসি-কমি-ছেন এর আবির্ভাব হলে মূল্যবৃদ্ধি ইংঙ্গিত করে, এটি ক্রয় সিগন্যাল ।
    সাধারণত ছাসি-কমি-ছেন বিক্রয় সিগন্যাল বলেই জানি কিন্তু পুনরায় ছাসি-কমি-ছেন আবির্ভূত হওয়ার ফলে বিনিয়োগকারীদের মুনাফা গ্রহণ প্রায় সমাপ্ত এবং সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে ক্রয় প্রবণতাও শক্তিশালী হয়ে ওঠে,দ্বিতীয়বার ছাসি-কমি-ছেন এর আবির্ভাব হওয়ার কারনে বাজার দর-পতন অব্যাহত থাকবে ভাবাটাই স্বাভাবিক, কিন্তু সেখানেই মনোযোগ দিতে হবে বাজার দর রূপান্তরিত হওয়ার শক্তি বিদ্যমান রয়েছে ।
     

    ছাসিকমি-ছেন এর গঠন ব্যবহার করে দুই দিনের বাজার দর  একত্রিত করিলে নীচের লম্বা দাড়ি সম্পন্ন ইনছেন হবে 

    বিশেষ দ্রষ্টব:অদ্য-ইয়ছেন গত-ইনছেন এর কতটুকু গভীরে ঢুকে পড়েছে তার পরিণামের উপর নির্ভর করে 「入り首線」「差し込み線」「切り込み線」নাম নির্ধারণ করা হয় ।ইরিকুবিসেন.ছাসি-কমি-ছেন.খিরিকমি-ছেন এর উত্থান পতনের মতবাদ ব্যাখ্যা ভিবিন্ন হওয়াতে শুধু একটি যুগ্ম রওসকু-আসির উপর ভরসা করে ভবিষ্যদ্বাণী করা কঠিন, অবশ্যই  অতীতের বাজার প্রবাহ  বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে।

    切り込み線(切り返し線)খিরিকমি-ছেন (খিরি-খাএসি- ছেন)


    খাবুছে-ছেন এর বিপরীত হচ্ছে খিরিকমি-ছেন যাহা  গত-ডাই-ইনছেন অদ্য ডাই ইয়ছেনের দুইটি রওসকু-আসির  সমন্বয়ে গঠিত।
    গত-ডাই-ইনছেন এর  সমাপনী মূল্যেরও  নিম্নমূল্য থেকে  অদ্য ডাই ইয়ছেনেরউদ্বোধনী মূল্য শুরুহলে অতঃপর গত-ডাই-ইনছেন অর্ধেকেরও বেশি বাজার দর ফিরে আসে ।


     খিরিকমি-ছেন শেয়ার বাজারের দর পতনের সময় আবির্ভাব ঘটে ,দর পতনের শেষ পর্যায়ে চলে এসেছে এই রকম অবস্থায় খিরিকমি-ছেন এর আবির্ভাব ঘটিলে বাজার উত্থানের সম্ভবনা থাকে তাই এটি ক্রয় সিগন্যাল 


    No comments :

    Post a Comment