তৃতীয় তরঙ্গ ০-২ চ্যানেল লাইন এর ১ম তরঙ্গ স্পর্শ লাইন এ প্রথম বাধা ব্যাপক ভাবে অতিক্রম করলে তৃতীয় তরঙ্গ এক্সটেনশন হওয়ার সম্ভবনা রয়েছে। অথবা সামান্য অতিক্রম বা অতিক্রমে অপারগ হলে খাকুদাই ফ্লাট সুচেহা হওয়ার সম্ভবনা রয়েছে।
তবে এখানে জংশন পয়েন্ট অতিক্রম করা কঠিন। এর কারণ হলো জংশন পয়েন্ট এ আমি একটি রেসিস্টেন্স লাইন টেনেছি যা বাম দিকে শক্তিশালী চূড়া নির্দেশ করছে , অর্থাৎ একটি বড়ো বাধা রয়েছে। তবে এই চূড়া অতিক্রম করতে পারলে আরো একটি চূড়া রয়েছে। সেখানে তৃতীয় তরঙ্গ শেষ বিন্দু কল্পনা করা যায়। আর এখানেই তৃতীয় তরঙ্গ প্রথম তরঙ্গের ০.৬১৮ গুন্ সম্পন্ন হবে।
এছাড়া আমাদের সতর্ক থাকতে হবে , কারণ প্রতিটি বাধায় তরঙ্গের ব্যাতিক্রম ঘটতে পারে ।
No comments :
Post a Comment