চার্ট বিশ্লেষণ
সম্ভাব্য ক্রয় পয়েন্ট।আমি এখানে বাজার টি ক্রয় করতে চাচ্ছি কারণ ২য় তরঙ্গের দৈর্ঘ FR ০.৬১৮ অতিক্রম করেছে এবং সর্বশেষ ইনছেন কে বিপরীত দিকের দুইটি চূড়া বাধা প্রদান করে হিগে তৈরী করতেছে। এখন বাজার টি তৃতীয় তরঙ্গ তৈরী হতে পারে। যদিওবা বাজারটি শক্তিশালী পতন ঘটেছে অর্থাৎ বর্তমান শুছে-হা এর শেষের ইনছেন গুলো অনেক বড়ো বড়ো বিধায় অনেক শক্তিশালী পতন নির্দেশ করতেছে। তাই এখন বামে অবস্থান করা দুইটি চূড়ার উপর মনস্থির করে ক্রয় করলেও সেটা অতি সামান্য কিছু পিপস প্রফিট করা যেতে পারে।
ফলাফল
হ্যা , আমাদের এনালাইসিস কাজে লেগেছে। অথাৎ আমি ১০৯.৮৬৯ পিপস এ বাজার ক্রয় করেছি। টেক প্রফিট দিয়েছিলাম ১১০.২০৬ পিপস এ এবং স্টপলস ১০৯.৫৫৪ পিপস এ। আমার এনালাইসিস মতে বামদিকের দুইটি চূড়া বাধা প্রদান করে বাজারটিকে ৪৬২ পিপস উত্থান করেছিলো। যেখানে আমাদের টেকপ্রফিট ছিল ৩৩৭ পিপস এ। তাই আমরা প্রফিট করতে সক্ষম হয়েছি।
ধন্যবাদ।
No comments :
Post a Comment