লার্জ ক্যাপ স্টক/মিড ক্যাপ স্টক/স্মল ক্যাপ স্টক

লার্জ ক্যাপ স্টক/মিড ক্যাপ স্টক/স্মল ক্যাপ স্টক

ছোট কারা
লার্জ (বড়) ক্যাপ স্টক, মিড (মাঝারি) ক্যাপ স্টক, স্মল (ছোট) ক্যাপ স্টক শেয়ার বাজারের চলতি শব্দ। কোন সংস্থা কতটা বড়, সেই অনুযায়ী তার শেয়ারের এই শ্রেণি বিভাগ। এখানে বড় বা ছোট সংস্থার শেয়ারের এই বিভেদটা হয় বাজারে সংস্থার মোট শেয়ার মূল্যের (মার্কেট ক্যাপিটালাইজেশন) বিচারে। প্রসঙ্গত, বাজারে একটি সংস্থার যতগুলি শেয়ার রয়েছে, তার সঙ্গে শেয়ারটির বর্তমান দরকে গুণ করলে ওই শেয়ার মূল্য পাওয়া যায়।
বিভিন্ন মিউচুয়াল ফান্ড আবার এ রকমই বড়, ছোট ও মাঝারি, নানা শ্রেণির শেয়ারে তহবিল ছড়িয়ে দেয়। সে ক্ষেত্রে একটি ফান্ড যে-শ্রেণির শেয়ারে তার তহবিল খাটানোর পন্থা নেয়, তার নামকরণও সেই অনুযায়ী হয়। যেমন, লার্জ ক্যাপ ফান্ড, মিড অ্যান্ড স্মল ক্যাপ ফান্ড ইত্যাদি।

উদাহরণ
আরও স্পষ্ট ভাবে, ছোট ও মাঝারি শেয়ার ব্যাখ্যা করার জন্য একটি উদাহরণ দিচ্ছি।
যেমন, শেয়ার মূল্যের বিচারে বাজারে শীর্ষ স্থান তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস-এর। গত ১৭ ডিসেম্বর ওই মূল্য ছিল ৪,০২,৩১৮ কোটি টাকা। আর সেই বিচারে ৫০ নম্বর স্থানে ছিল বশ ইন্ডিয়া। সে দিন বশের শেয়ার মূল্য ছিল মাত্র ২৮,১০৯ কোটি। সুতরাং বোঝাই যাচ্ছে বড় সংস্থার তকমা পাওয়া শেয়ার অর্থাৎ লার্জ ক্যাপ ও ছোট-মাঝারি সংস্থার শেয়ার অর্থাৎ মিড অ্যান্ড স্মল ক্যাপের মাঝের দূরত্বটা অনেকখানি

No comments :

Post a Comment