বিগত দিনের ভুল থেকে শিক্ষা ২৩.০৯.২০১৮

১ দিনের সময় চার্ট এ আমরা প্রথম তরঙ্গের বিপরীতে দ্বিতীয় তরঙ্গের রিট্রেস ৫.০০ এর কাছাকাছি থেকে উল্টো দিকে মোড় নিয়েছে। এর পর তৃতীয় তরঙ্গের বিপরীতে চতুর্থ তরঙ্গ গঠন হচ্ছে।


ডে চার্ট এ মেজর ট্রেন্ড এ প্রথম তরঙ্গ ৫ টি সুইসিনহা দ্বারা গঠিত হয়েছে। যার অভ্যন্তরীন তৃতীয় তরঙ্গে এক্সটেনশন ঘটেছে। তাই আমরা বলতে পারি যে মাধ্যমিক প্রথম তরঙ্গ হলো তৃতীয় তরঙ্গ এক্সটেনশন টাইপ স্বগেকিহা। এর পর দ্বিতীয় তরঙ্গ হলো ৫.৩.৫ জিগজ্যাগ। মাধ্যমিক প্রথম তরঙ্গ এক্সটেনশন হওয়ার দরুন দ্বিতীয় তরঙ্গ রিট্রেস ছোট হয়েছে। অর্থাৎ রিট্রেস গভীরতা কম হয়েছে। এরপর তৃতীয় তরঙ্গ শুরু হয়েছে।


তৃতীয় তরঙ্গ ৫ টি সুইসিনহা দ্বারা শুরু হয়েছে। তবে তৃতীয় তরঙ্গ প্রথম তরঙ্গের চেয়ে ছোট হয়েছে। তাই পঞ্চম তরঙ্গ ও ছোট বা তৃতীয় তরঙ্গের সমান হবে এটাই স্বাভাবিক। তবে আমাদের মনে রাখতে হবে যে , এলিয়ট সূত্র মতে, প্রথম তরঙ্গ তৃতীয় তরঙ্গ পঞ্চম তরঙ্গের মধ্যে তৃতীয় তরঙ্গ কোনোভাবেই তুলনা মূলক ছোট হবে না। তাই পঞ্চম তরঙ্গ কোনো ভাবেই তৃতীয় তরঙ্গের চেয়ে বড় হবে না। যদি হয়েও যায় তবে আমাদের নতুন করে তরঙ্গ গণনা করতে হবে।



আমরা জানি দ্বিতীয় এবং চতুর্থ তরঙ্গে অল্টার্নেশন ঘটে , তাই দ্বিতীয় তরঙ্গে জিগজ্যাগ হলে চতুর্থ তরঙ্গে জিগজ্যাগ ছাড়া অন্য বাকি সুচেহা গুলো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় তরঙ্গে জিগজ্যাগ সুচে হা হয়েছে। যার রিট্রেস খাড়া এবং গভীর হয়েছে। তাই চতুর্থ তরঙ্গে ঢাল যুক্ত সুচেহা আসার সম্ভবনা রয়েছে। সাধারণত চতুর্থ তরঙ্গে ফ্লাট টাইপ সুচেহা এসে থাকে। কারণ ফ্লাট টাইপ  সুচেহার গভীরতা কম হয়ে থাকে।
আমরা জানি ফ্লাট সুচেহা ৩ টি তরঙ্গ দ্বারা শুরু হয়ে থাকে। এখানে চতুর্থ তরঙ্গ এর A তরঙ্গ ৩ টি তরঙ্গ দ্বারা শুরু হয়েছে। তাই আমরা এটাকে জিগজ্যাগ ছাড়া অন্য বাকি ৫ টি সুচেহা কল্পনা করতে পারি।



এবার আসি ৪ ঘন্টা সময় চার্টে। এতক্ষন আমরা ডে চার্ট এ মেজর ট্রেন্ড এর প্রথম দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গ পর্যন্ত আলোচনা করেছি। আমরা এখন ৪ ঘন্টার সময় চার্টে চতুর্থ তরঙ্গ নিয়ে আলোচনা করবো।

 ৪ ঘন্টার সময় চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মেজর ট্রেন্ড ৩ টি তরঙ্গ দ্বারা শুরু হয়েছে। যাহাকে আমরা সুচেহার A কল্পনা করি। এরপর সুচেহার B তরঙ্গ শুরু হয়েছে। যেহেতু B তরঙ্গ নিজেই একটা জিগজ্যাগ হয়ে থাকে , তাই B তরঙ্গ abc (৫.৩.৫) হয়েছে।
অর্থাৎ a = ৫ টি তরঙ্গ b = abc তিনটি তরঙ্গ হয়েছে এবং c তরঙ্গে ৫ টি তরঙ্গ আবির্ভাব হবে এটাই স্বাভাবিক। এবং আমরা এই কল্পনা করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

নিচে চিত্রে দেখানো হলো :


তবে এখানেও আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। যেহেতু C তরঙ্গ ৫ টি তরঙ্গ দ্বারা সম্পন্ন হবে তাই এখানেই মূল বিষয়।

c তরঙ্গের অভ্যন্তরীন ৫টি তরঙ্গের মধ্যে প্রথম তরঙ্গ অভ্যন্তরীন ৫ টি তরঙ্গ দ্বারা সম্পন্ন হয়েছে। প্রথম তরঙ্গে অভ্যন্তরীন ৩য় তরঙ্গে এক্সটেনশন ঘটেছে তাই দ্বিতীয় তরঙ্গ রিট্রেস ছোট হয়েছে অর্থাৎ ০.৩৮২ হয়েছে। এখানে দ্বিতীয় তরঙ্গের অভ্যন্তরীন abc এর a তরঙ্গ ৫টি তরঙ্গ দ্বারা শুরু হয়েছিল তাই আমরা জিগজ্যাগ কল্পনা করেছিলাম। কারণ আমরা জানি সুচেহা ৫ টি তরঙ্গ দ্বারা শুরু হলে জিগজ্যাগ হবে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমাদের তরঙ্গ গণনায় বিগ্নতায় পড়তে হয়েছে। a তরঙ্গ ৫ টি তরঙ্গ দ্বারা শুরু হয়ে যদি রিট্রেস ০.৮০০ অতিক্রম করে তবে সেখানে আর c তরঙ্গ হওয়ার সম্ভবনা বিলুপ্ত হয়। তাই মাধ্যমিক দ্বিতীয় তরঙ্গ এ A তরঙ্গের বিপরীতে রিট্রেস ০.৮০০ অতিক্রম করা মাত্রই b তরঙ্গ তৃতীয় তরঙ্গে রূপ লাভ করে। অর্থাৎ c তরঙ্গের বিলুপ্তি ঘটেছে।
নিচে চিত্রে দেখানো হলো :



এবার আসি মাধ্যমিক তৃতীয় তরঙ্গে। এতক্ষন আমরা মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় তরঙ্গ গঠন আলোচনা করেছি। এখন আমরা মাধ্যমিক তৃতীয় তরঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

তৃতীয় তরঙ্গ অভ্যন্তরীন ৫টি তরঙ্গ দ্বারা গঠিত হয়েছে। এর বিপরীতে চতুর্থ তরঙ্গ রিট্রেস হয়েছে ০.৩৮২ অতিক্রম করে ৫.০০ এর কাছাকাছি থেকে উল্টো দিকে মোড় নিয়েছে। যেহেতু চতুর্থ তরঙ্গ সম্পন্ন হয়েছে তাই এর পর আমরা পঞ্চম তরঙ্গ কল্পনা করে ছিলাম।
নিচে চিত্রে দেখানো হলো :





পঞ্চম তরঙ্গ অভ্যন্তরীন ৫ টি তরঙ্গ দ্বারা গঠিত হয়েছে। যার অভ্যন্তরীন ২য় তরঙ্গের রিট্রেস ০.৬১৮ হয়েছে এবং চতুর্থ তরঙ্গ রিট্রেস ০.৩৮২ অসম্পূর্ণ রেখে ৫ম তরঙ্গ সম্পন্ন করেছে।

যেহেতু মাধ্যমিক ৫টি তরঙ্গ সম্পন্ন হয়েছে তাই আমরা এখন ৫টি তরঙ্গের বিপরীতে সুচেহা কল্পনা করতে পারি।
মাধ্যমিক সুইসিনহা এর বিপরীতে সুচেহা রিট্রেস সর্বনিম্ন ০.৩৮২ থেকে ০.৬১৮ পর্যন্ত হতে পারে। যেহেতু ৫টি তরঙ্গ দ্বারা একটি সুইসিনহা তৈরী হয়েছে , তাই এই সম্পুন্ন সুইসিনহা এর বিপরীতে জিগজ্যাগ কল্পনা করতে পারি।
এখানে সুচেহা শুরু হয়েছে ৫টি তরঙ্গ দ্বারা তাই এখানে জিগজ্যাগ কল্পনা করাটাই স্বাভাবিক।  জিগজ্যাগ যেহেতু ৫ টি তরঙ্গ দ্বারা শুরু হয় এবং এখানে সুচেহা ৫টি তরঙ্গ দ্বারা শুরু হয়েছে বিধায় জিগ্যাগের a তরঙ্গ শুরু হয়েছে এটাই কল্পনা করেছিলাম। কিন্তু a তরঙ্গের বিপরীতে রিট্রেস ৮.০০ অতিক্রম করে উপরের দিকে অগ্রসর হয় তাই আমরা এখানেও c তরঙ্গের বিলুপ্তি ঘটেছে ভেবে নিয়েছিলাম।



এখন সমস্যা হলো a তরঙ্গ যেহেতু ৫টি তরঙ্গ দ্বারা শুরু হয়েছিল এবং কাঙ্খিত সর্বনিম্ন রিট্রেস ০.৩৮২ পর্যন্ত হতে পারে নি তাই এখানে আমরা মাধ্যমিক সুচেহা ধরতে পারি না। হ্যা তবে আমরা এখানে সুইসিনহা চলমান রয়েছে এটাই ভাবতে পারি।
তাহলে আমরা এখানে মাধ্যমিক দ্বিতীয় তরঙ্গের পর থেকে তৃতীয় তরঙ্গের অভ্যন্তরীন তরঙ্গ হিসেবে কল্পনা করতে পারি। যদি তাই হয় তবে এখন মাধ্যমিক তৃতীয় তরঙ্গের অভ্যন্তরীন চতুর্থ তরঙ্গ সম্পন্ন করে অভ্যন্তরীন পঞ্চম তরঙ্গের দিকে ধাবিত হচ্ছে।



ইতিমধ্যে আমরা মাধ্যমিক তৃতীয় তরঙ্গের অভ্যন্তরীন ৫টি তরঙ্গ সম্পন্ন হয়েছে বিধায় মাধ্যমিক চতুর্থ তরঙ্গ আবির্ভাব হচ্ছে বলে ধারণা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান যে রিট্রেস টা হচ্ছে তা কি আদৌ মাধ্যমিক চতুর্থ তরঙ্গ নাকি তৃতীয় তরঙ্গের অভ্যন্তরীন ৫ম তরঙ্গের অভ্যন্তরীন চতুর্থ তরঙ্গ ? এর সঠিক যৌক্তিকতা নির্ণয় না করতে পারলে ব্যাপক পরিমানে লস করার সম্ভবনা  রয়েছে।

বর্তমান চতুর্থ তরঙ্গ মাধ্যমিক নাকি অভ্যন্তরীন, তাই সঠিক নির্ণয় করার উপর বিপুল পরিমানে মুনাফা অর্জন সম্ভবনা লুকায়িত রয়েছে।
















No comments :

Post a Comment