USD/JPY পেয়ার এর ৪ ঘন্টা সময় চার্ট এ এলিয়ট তরঙ্গের সুইসিনহা শেষ হওয়ার পর একটি শুছে-হা তরঙ্গের আবির্ভাব হয়েছে।
আমরা এখন শুছে-হা তরঙ্গের a এবং b তরঙ্গ কমপ্লিট করার পর c তরঙ্গের দিকে অগ্রসর হচ্ছি। c তরঙ্গের শুরুতে ইয়-ন-ইন হারামির আবির্ভাব হয়েছে বিধায় বাজার দর নিম্নমুখী হয়েছে। গত ইয়ছেন এর সমাপনী মূল্য এবং অদ্য ইনছেন এর উদ্ভোধনী মূল্য তে একটি জোন টানলে সেই জন অতিক্রম করে দর নিচে নেমে যেতেই বাজার বিক্রয় এন্ট্রি নেয়া যায়। এখানে বিক্রয় এন্ট্রি নিলে a তরঙ্গ এর সমান অর্থাৎ ১.০০ গুন্ একটি c তরঙ্গ আবির্ভাব হবে এটাই স্বাভাবিক। তাই বিক্রয় এন্ট্রি নিলে অনায়াসে ৫০ থেকে ১০০ পিপ্স প্রফিট করা সম্ভব।
No comments :
Post a Comment